শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

ভাঙা-চোরা খানা-খন্দে গর্তে ভরা ঝিনাইদহের মহাসড়কে এবার পিচের উপর ইটের সলিং,দেখার কি কেউ নেই?

  • আপডেট সময় : ১১:৫৩:৫৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের ৬ উপজেলায় ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-যশোর, কালীগঞ্জ-জীবননগর মহাসড়কে নতুন নির্মাণ করা প্রায় কয়েক কোটি টাকার রাস্তা এক মাসেই পিচ ও খোয়া উঠে নষ্ট হয়ে যাওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এই সব সড়কে বড় বড় গর্ত মেরামত করতে দেওয়া হচ্ছে পিচ আর পাথরের পরিবর্তে নিম্নমানের ইট। আর এই ইট দেওয়ার মাত্র ২ দিন পরই ভারী যানবাহন চলাচলের ফলে তা ধুলো হয়ে উড়ে যাচ্ছে। সাধারণ পথচারী ও গাড়ি চালককের বলতে শোনা গেছে, রাস্তা মেরামতে পিচের উপর ইটের সলিং করছে সড়ক ও জনপথ বিভাগ। সরেজমিনে বিভিন্ন সড়কে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ-যশোর ও কালীগঞ্জ-জীবননগর মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগ নারী ও পুরুষ শ্রমিক দিয়ে সড়কের বড় বড় গর্ত নিম্নমানের ইট দিয়ে ভরাট করা হচ্ছে। অনেক স্থানে খোয়া ও পিচ উঠে যাওয়ায় ইট দিয়ে সলিং করতে দেখা গেছে। অনেকের সাথে কথা বলে জানা গেছে, নিম্নমানের ইট দেওয়ার কারণে রাস্তা আরো বেশি ভাঙছে। মাঝে মাঝে ইজিবাইক, সিএনজি এমন বাস-ট্রাকও উল্টে যাচ্ছে। ঘটবে দুর্ঘটনা। গত এক সপ্তাহে সড়কে বড় বড় গর্তের কারণে ঝিনাইদহ-যশোর মহাসড়কে ১৫টির মতো দুর্ঘটনা ঘটেছে। সড়কের পাশে উল্টে গেছে বেশ কয়েকটি বাস ও ট্রাক।

ঝিনাইদহের সড়ক দিয়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বেহাল দশায় দুরপাল্লার এসব যাত্রীরা বেশ ঝুঁকিতে চলাচলা করছেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহের সবগুলো সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নির্মাণ বা মেরামতের কাজ নিম্নমানের হওয়ায় সড়কগুলো মোটেও টিকছে না। ভাঙাচোরা আর খানাখন্দে ভরে গেছে ঝিনাইদহের বিভিন্ন সড়ক। মেরামতের পরও ঝিনাইদহের চুটলিয়া, তেতুলতলা, বিষয়খালী, ডাকবাংলা, খয়েরতলা-বাকুলিয়া, কেয়াবাগান, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নাজমুল হোসেন নামের এক পথচারী জানায়, রাস্তায় বড় বড় গর্তে পানি জমে থাকলে বাইসাইকেল নিয়ে চলাচল করতে বেশ কষ্ট হয়। অনেক সময় গর্তের মধ্যে পড়ে যেতে হয়। শিরিনা খাতুন নামে সিএনজির এক যাত্রী বলেন, বড় বড় গর্তে জমে থাকা নোংরা পানিতে বাস-ট্রাক এসে ভিজিয়ে দেয়। এগুলো দেখার কি কেউ নেই? ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান জানান, বর্ষা মৌসুম শেষ না হলে পিচ-পাথর দেওয়া হবে না। আর দিলেও সেটা টিকবে না। এইজন্য যাত্রীদের চলাচলের সুবিধার্তে ইট দিয়ে গর্ত ভরাট করা ও কিছু স্থানে ইট দিয়ে সলিং করে আপাতত যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

ভাঙা-চোরা খানা-খন্দে গর্তে ভরা ঝিনাইদহের মহাসড়কে এবার পিচের উপর ইটের সলিং,দেখার কি কেউ নেই?

আপডেট সময় : ১১:৫৩:৫৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭

ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের ৬ উপজেলায় ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-যশোর, কালীগঞ্জ-জীবননগর মহাসড়কে নতুন নির্মাণ করা প্রায় কয়েক কোটি টাকার রাস্তা এক মাসেই পিচ ও খোয়া উঠে নষ্ট হয়ে যাওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এই সব সড়কে বড় বড় গর্ত মেরামত করতে দেওয়া হচ্ছে পিচ আর পাথরের পরিবর্তে নিম্নমানের ইট। আর এই ইট দেওয়ার মাত্র ২ দিন পরই ভারী যানবাহন চলাচলের ফলে তা ধুলো হয়ে উড়ে যাচ্ছে। সাধারণ পথচারী ও গাড়ি চালককের বলতে শোনা গেছে, রাস্তা মেরামতে পিচের উপর ইটের সলিং করছে সড়ক ও জনপথ বিভাগ। সরেজমিনে বিভিন্ন সড়কে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ-যশোর ও কালীগঞ্জ-জীবননগর মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগ নারী ও পুরুষ শ্রমিক দিয়ে সড়কের বড় বড় গর্ত নিম্নমানের ইট দিয়ে ভরাট করা হচ্ছে। অনেক স্থানে খোয়া ও পিচ উঠে যাওয়ায় ইট দিয়ে সলিং করতে দেখা গেছে। অনেকের সাথে কথা বলে জানা গেছে, নিম্নমানের ইট দেওয়ার কারণে রাস্তা আরো বেশি ভাঙছে। মাঝে মাঝে ইজিবাইক, সিএনজি এমন বাস-ট্রাকও উল্টে যাচ্ছে। ঘটবে দুর্ঘটনা। গত এক সপ্তাহে সড়কে বড় বড় গর্তের কারণে ঝিনাইদহ-যশোর মহাসড়কে ১৫টির মতো দুর্ঘটনা ঘটেছে। সড়কের পাশে উল্টে গেছে বেশ কয়েকটি বাস ও ট্রাক।

ঝিনাইদহের সড়ক দিয়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বেহাল দশায় দুরপাল্লার এসব যাত্রীরা বেশ ঝুঁকিতে চলাচলা করছেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহের সবগুলো সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নির্মাণ বা মেরামতের কাজ নিম্নমানের হওয়ায় সড়কগুলো মোটেও টিকছে না। ভাঙাচোরা আর খানাখন্দে ভরে গেছে ঝিনাইদহের বিভিন্ন সড়ক। মেরামতের পরও ঝিনাইদহের চুটলিয়া, তেতুলতলা, বিষয়খালী, ডাকবাংলা, খয়েরতলা-বাকুলিয়া, কেয়াবাগান, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। নাজমুল হোসেন নামের এক পথচারী জানায়, রাস্তায় বড় বড় গর্তে পানি জমে থাকলে বাইসাইকেল নিয়ে চলাচল করতে বেশ কষ্ট হয়। অনেক সময় গর্তের মধ্যে পড়ে যেতে হয়। শিরিনা খাতুন নামে সিএনজির এক যাত্রী বলেন, বড় বড় গর্তে জমে থাকা নোংরা পানিতে বাস-ট্রাক এসে ভিজিয়ে দেয়। এগুলো দেখার কি কেউ নেই? ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান জানান, বর্ষা মৌসুম শেষ না হলে পিচ-পাথর দেওয়া হবে না। আর দিলেও সেটা টিকবে না। এইজন্য যাত্রীদের চলাচলের সুবিধার্তে ইট দিয়ে গর্ত ভরাট করা ও কিছু স্থানে ইট দিয়ে সলিং করে আপাতত যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে।