এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে বন্যা পরবতী দুর্গত মানুষের পুর্নবাসন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে বন্যা পরবতী দুর্গত মানুষের পুর্নবাসন বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) বিরো রানী রায়, ওসি আবু আক্কাছ আহ্মদ, বিভাগিয় কর্মকর্তাগন, ১১ ইউপি চেয়ারম্যান যথাক্রমে জনক চন্দ্র আধকারী, জুয়েলুর রহমান, ডাঃ কেএম কুতুব উদ্দিন, তছলিমুল আলম, শ্রীঃ মহেশ চন্দ্র রায়, এমএ খালেক সরকার, গোপাল চন্দ্র দেব শর্ম্মা, আলহাজ্ব বদিউজ্জামান পান্না, আলহাজ্ব রেজাউল করিম শেখ, মজিদুল ইসলাম, আতাহারুল ইসলাম চৌধুরী সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কাজী-ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি, সাংবাদিক বাস্তব চিত্র তুলে ধরেন ও মতামত ব্যাক্ত করেন।
সভায় স্বাস্থ্য, শিক্ষা, বিধস্থ গৃহনির্মান, রাস্তাঘাট, ব্রীজ-কালভাট, বাসের সাখোঁ, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিতে পুশিয়ে নিতে বিভিন্ন প্রকল্প গ্রহনসহ ও তাৎক্ষনিক ভাবে মেরামত বা সংস্কার কাজে সরকারী অর্থ ব্যায়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।