আবু বকর ছিদ্দিক শার্শা (যশোর) প্রতিনিধি।। যশোর জেলার শার্শা উপজেলায় মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও অটিস্টিক ছাত্র- ছাত্রীদের মাঝে হুইল চেয়ার বিতারণ করা হয়েছে। শার্শা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থয়ানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুধী সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু এর সভাপতিত্বে বাইসাইকেল বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসি, উপজেলা শিক্ষা আফিসার হাফিজুর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র- ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল ও ১০ জন অটিস্টিক ছাত্র-ছাত্রীদের মাঝে হুইল চেয়ার বিতারণ করা হয়। এর আগে সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন উপজেলা ভূমি আফিসের গোলক ঘর উদ্বোধন করেন।