জিয়াবুল হক , টেকনাফ: টেকনাফে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮ টায় টেকনাফ উপজেলা ক্যার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করেন স্থানীয় সংসদ সদস্য উখিয়া টেকনাফবাসীর প্রাণ প্রিয় নেতা আলহাজ্ব আবদুর রহমান বদি। তিনি টেকনাফ উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্টে নিহত হওয়া সকল শহীদদের পথিকৃতিতে মাল্যদান মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এর পর বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ উপজেলা কায্যালয়ে উপজেলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি বলেন, ১৫ আগষ্ট ৭৫সালের এই দিনে দেশের ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যা করে। ষড়যন্ত্রকারী যেই হোক তাদের বাংলার মাঠিতে রক্ষা নেই। দেশে চক্রান্ত চলছে, চক্রান্তকারীরা খোয়াব দেখছে ক্ষমতার মসনদে আসার জন্য। বিএনপি-জামাতের ইশারার ষোড়শ সংশোধনী বাতিল করেছে। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অবমাননাকর আপত্তি করা হয়েছে। শিগগিরই তাহা বাতিল করতে হবে। অন্যথায় দেশের জনগন মানবেনা। তিনি আরো বলেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে চক্রান্তকারীরা দিশেহারা। তাই আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর। সভা পরিচালনা করেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা পরিষদের সদস্য,-কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিক মিয়া, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জাফর আহমদ, সহ-সভাপতি জহির হোসেন এম.এ, উক্ত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন, টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ উপজেলা শ্রমিকলীগের সভাপতি টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান মিয়া, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ, আওয়ামী লীগের নেতা- রাকিব আহমদ মেম্বার, শাহ্ আলম মেম্বার, আবদুর রহমান বাহার, মনির উল্লাহ, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক, টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ হোসেন খোকন, টেকনাফ উপজেলা কৃষক লীগের সভাপতি এ বি এম আবুল হোসেন রাজু, টেকনাফ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, টেকনাফ পৌর যুবলীগের সাবেক সভাপতি মনজুরুল করিম সোহাগ। সভা শেষে টেকনাফ উপজেলার আওয়ামীলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য বিশাল এক কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।