শিরোনাম :
Logo কচুয়ায় দালাল চক্রের ফাঁদে পড়ে তিন মাসের শিশুকে বিক্রি, এলাকায় চাঞ্চল্য Logo বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত! Logo সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo খুবিতে শুরু হচ্ছে ওংকার শৃণুতার পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব Logo সিরাজগঞ্জ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন Logo মাদকের টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে Logo সাতক্ষীরা কলারোয়ায় সাবেক যুবদল নেতার আগ্রাসনে বিধবা নারীর বসতবাড়ি ভাঙচুর Logo চাঁদপুর পুরান বাজারে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার! Logo ইবিতে প্রথম ট্যুরিস্ট ক্লাব নির্বাচন; নেতৃত্বে রিফাত ও ফেরদৌস

ভারতীয় গরু কারনে দেশীয় গরুর খামারীরা ক্ষতিগ্রস্থ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৪৩:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭
  • ৭৩৩ বার পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি:--কোরাবানির ঈদ উপলক্ষে ভারতীয় গরুর চাপে দেশীয় গরু খামারিরা পথে বসতে বসেছে। শার্শা বেনাপোল সীমান্ত এলাকায় ছোট বড় বড় প্রায় ১৪ থেকে ১৫ শত গরুর খামার রয়েছে। এছাড়া ও রয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলার গ্রামাঞ্চলে দেশীয় গরুর খামার।

সারাবছর দেশের গরু খামার ব্যবসায়িরা সারা বছর পর বাজার ধরার আশায় খেয়ে না খেয়ে সন্তানের মত লালন পালন করে থাকে গরুকে। তারা গরুর খাদ্য সহ পরিস্কার পরিচ্ছন্ন শীত গরম বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ রাতের ঘুম হারাম করে গরুর সেবা প্রদান করে থাকে।

সম্প্রতি ঈদ উপলক্ষে বেশী মুনাফা লাভের আশায় সীমান্ত দিয়ে ব্যবসায়িরা ভারত থেকে গরু আনছে। ভারত ও গরুর টাকা ভাল পাওয়ায় এসময় বাংলাদেশে গরু পাঠাচ্ছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে এদেশের গরুর খামারিরা।এখন থেকে লোকসানের চিন্তায় খামারীরা।

বেনাপোল সীমান্ত এলাকার ঘিবা গ্রামের ছাকিলা বেগম জানায় সারা বছর গরু লালন পালন করে থাকি কোরবানির সময় কিছু টাকা পাওযার আশায় সারা বছর সন্তান পালনের চেয়ে ও বেশী পরিশ্রম করে গরুর সেবা করে থাকে। এ বছর সে ১৫ টি বড় জাতের গরু পালন করেছে বলে জানায়। গোয়াল ঘরে ফ্যানের ব্যবস্থা করতে হয় ।

বেনাপোল সীমান্ত এলাকার বড় বড় খামার পুটখালী গ্রাম। এখানে ছোট বড় অনেক খামার রয়েছে। খামার ব্যবসায়ীরা হতাশায় ভুগছে। তারা জানায় সারা বছর পর ভারত কোরবানির সময় দেদারছে সীমান্ত দিয়ে গরু প্রবেশ করায় আমাদের ব্যবসা ধ্বংস করছে। আমরা গরুকে একজন সন্তান যে ভাবে লালন পালন করে বড় করে তার চেয়ে বেশী পরিশ্রম করে লালন পালন করে থাকি।

এখন ঈদের সময় আমাদের গরুর দাম নির্ঘাত বাজারে পড়ে যাবে যে ভাবে ভারত থেকে গরু প্রবেশ করছে।

আমরা সারাবছর ধার দেনা করে গরু যতœ সহকারে পালন করি বছর শেষে কিছু পয়সা পাওয়ার জন্য। আমরা এ থেকে সংসারের যাবতীয় খরচ ছেলেমেয়ের লেখা পড়া অসুখ বিসুখের খরচ করে থাকি।

বেনাপোল সীমান্ত এলাকায় এর যাচাই করতে গিয়ে দেখা যায় পুটখালি, গোগা, রঘুনাথপুর ঘিবা ধান্যখোলা সীমান্ত দিয়ে কমবেশী গরু ভারত থেকে আসছে। অথচ কিছুদিন আগে গরু আসা ছিল শুন্যের কোটায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দালাল চক্রের ফাঁদে পড়ে তিন মাসের শিশুকে বিক্রি, এলাকায় চাঞ্চল্য

ভারতীয় গরু কারনে দেশীয় গরুর খামারীরা ক্ষতিগ্রস্থ

আপডেট সময় : ০৪:৪৩:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৪ আগস্ট ২০১৭

শার্শা প্রতিনিধি:--কোরাবানির ঈদ উপলক্ষে ভারতীয় গরুর চাপে দেশীয় গরু খামারিরা পথে বসতে বসেছে। শার্শা বেনাপোল সীমান্ত এলাকায় ছোট বড় বড় প্রায় ১৪ থেকে ১৫ শত গরুর খামার রয়েছে। এছাড়া ও রয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলার গ্রামাঞ্চলে দেশীয় গরুর খামার।

সারাবছর দেশের গরু খামার ব্যবসায়িরা সারা বছর পর বাজার ধরার আশায় খেয়ে না খেয়ে সন্তানের মত লালন পালন করে থাকে গরুকে। তারা গরুর খাদ্য সহ পরিস্কার পরিচ্ছন্ন শীত গরম বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ রাতের ঘুম হারাম করে গরুর সেবা প্রদান করে থাকে।

সম্প্রতি ঈদ উপলক্ষে বেশী মুনাফা লাভের আশায় সীমান্ত দিয়ে ব্যবসায়িরা ভারত থেকে গরু আনছে। ভারত ও গরুর টাকা ভাল পাওয়ায় এসময় বাংলাদেশে গরু পাঠাচ্ছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে এদেশের গরুর খামারিরা।এখন থেকে লোকসানের চিন্তায় খামারীরা।

বেনাপোল সীমান্ত এলাকার ঘিবা গ্রামের ছাকিলা বেগম জানায় সারা বছর গরু লালন পালন করে থাকি কোরবানির সময় কিছু টাকা পাওযার আশায় সারা বছর সন্তান পালনের চেয়ে ও বেশী পরিশ্রম করে গরুর সেবা করে থাকে। এ বছর সে ১৫ টি বড় জাতের গরু পালন করেছে বলে জানায়। গোয়াল ঘরে ফ্যানের ব্যবস্থা করতে হয় ।

বেনাপোল সীমান্ত এলাকার বড় বড় খামার পুটখালী গ্রাম। এখানে ছোট বড় অনেক খামার রয়েছে। খামার ব্যবসায়ীরা হতাশায় ভুগছে। তারা জানায় সারা বছর পর ভারত কোরবানির সময় দেদারছে সীমান্ত দিয়ে গরু প্রবেশ করায় আমাদের ব্যবসা ধ্বংস করছে। আমরা গরুকে একজন সন্তান যে ভাবে লালন পালন করে বড় করে তার চেয়ে বেশী পরিশ্রম করে লালন পালন করে থাকি।

এখন ঈদের সময় আমাদের গরুর দাম নির্ঘাত বাজারে পড়ে যাবে যে ভাবে ভারত থেকে গরু প্রবেশ করছে।

আমরা সারাবছর ধার দেনা করে গরু যতœ সহকারে পালন করি বছর শেষে কিছু পয়সা পাওয়ার জন্য। আমরা এ থেকে সংসারের যাবতীয় খরচ ছেলেমেয়ের লেখা পড়া অসুখ বিসুখের খরচ করে থাকি।

বেনাপোল সীমান্ত এলাকায় এর যাচাই করতে গিয়ে দেখা যায় পুটখালি, গোগা, রঘুনাথপুর ঘিবা ধান্যখোলা সীমান্ত দিয়ে কমবেশী গরু ভারত থেকে আসছে। অথচ কিছুদিন আগে গরু আসা ছিল শুন্যের কোটায়।