সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়ীতে অগ্নিসংযোগ করে বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত রবিবার (৬ আগষ্ট) গভীর রাতে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের মীরের দেউলমুড়া গ্রামে। এ ঘটনায় বাড়ীর মালিক শ্রী নিরেন্দ্র নাথ সাহার মেয়ে শ্রীমতি ইভা রানী সাহা বাদী হয়ে পাঙ্গাশী ইউনিয়নে চেয়ারম্যান ও একই ইউনিয়নের শ্রীদাসগাতী গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে আব্দুস সালামকে প্রধান আসামী ও আরো ১৪ জনের নাম উল্লেখ করে বুধবার (৯ আগষ্ট) সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্টেট রায়গঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেন। বাড়ীর মালিক শ্রী নিরেন্দ্র নাথ সাহার মেয়ে শ্রীমতি ইভা রানী সাহা জানান, পাঙ্গাশী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এর আগেও আমাদের উপর বিভিন্ন নির্যাতন চালিয়েছে। এসব ঘটনায় একাধিক মামলাও রয়েছে। আমাদের এলাকা থেকে তারিয়ে দিয়ে আমাদের স্বয় সম্পত্তি হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে গত ৬ আগষ্ট চেয়ারম্যান তার সন্ত্রাসী গ্রুপ দিয়ে আমাদের বসত ঘর পুড়িয়ে দেয়। অল্পের জন্য আমরা রক্ষা পেলেও আমাদের ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র কাপড় চোপর সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু লোক বিধায় চেয়ারম্যানের ভয়ে কেউ আমাদের কোন সাহায্য সহযোগিতা করতে আসেনি। এঘটনায় পাঙ্গাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। কোন একটি পক্ষ আমাকে হেয় করার জন্য চক্রান্তমূলকভাবে এসব কাজ করে যাচ্ছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সংখ্যালঘুদের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। তবে এখনো কেউ আমাদের কাছে কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।