মেহেরপুর প্রতিনিধিঃ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসহায় পরিবার প্রধানদের পূর্ণবাসনের জন্য মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের ভাতার কার্ড বিতরন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পরিষদের হলরুমে কার্ড বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা সমাজ সেবার উপ-পরিচালক দেলোয়ার হোসেন, উপঃ পরিচালক আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ রেজা প্রমূখ।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪৬ জন ব্যক্তিকে বয়স্ক ভাতা, ৪৭ জন প্রতিবন্ধীকে ভাতার কার্ড ও ১১ জন বিধবা মহিলাকে ভাতার কার্ড প্রদান করা হয়।
বুড়িপোতা ইউপি সচিব সানোয়ার হোসেন সানুর সঞ্চালনায় সেখানে ইউনিয়নের সকল ইউপি সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীরা, বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।