বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন Logo চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার” Logo সাতক্ষীরায় দুই আ’লীগ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে বিপাকে আহবায়ক কমিটি ! Logo পৌর যুবদলের উদ্যোগে পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া মাহফিল Logo চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে – উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা Logo সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

চাঁদপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বাস মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের আলোচনা সভা

বুধবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, চাঁদপুরে অনেক গাড়ির রোড পারমিট নেই, আবার কারও নবায়নও হয়নি। অনেক চালক সচেতনতার অভাবে ইচ্ছেমতো গাড়ি চালাচ্ছেন। কিছু বাস কাউন্টারবিহীনভাবে চলাচল করছে এবং সময়সূচি মেনে চলছে না। প্রশাসন এখন থেকে এসব অনিয়মকে নিয়মের মধ্যে নিয়ে আসবে।

ডিসি আরও বলেন, রোড পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। যতগুলো পারমিট আছে, কেবল সেই সংখ্যক গাড়িই রাস্তায় চলবে। যার যেখান থেকে রোড পারমিট আছে, সেখান থেকেই গাড়ি চলবে এবং টার্মিনালও সেখানেই রাখতে হবে। রাস্তায় আর কোনো গাড়ি থামানো বা রাখা যাবে না। ছোট জেলায় ইচ্ছেমতো গাড়ি বাড়ানো যাবে না। যাত্রী সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়ি চলাচল নিশ্চিত করতে হবে।

তিনি মালিক সমিতিকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মালিক সমিতিকে অবশ্যই পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্রিয় সহযোগিতা করতে হবে। প্রশাসনের নির্দেশনা চালকদের কাছে পৌঁছে দিতে হবে, কারণ তারাই সরাসরি রাস্তায় গাড়ি চালাচ্ছেন।

ডিসি আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে বাস মালিকদের জানাতে হবে কতগুলো ২৫ বছরের বেশি পুরনো গাড়ি রয়েছে। এগুলো দ্রুত ডাম্পিংয়ে নিতে হবে। পুরনো ও ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় যে অনিয়ম হচ্ছে, তা আর বরদাস্ত করা হবে না। মালিক ও চালক উভয়েরই সচেতন হওয়া জরুরি।

তিনি পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, প্রতিনিয়ত দুর্ঘটনায় অযথা প্রাণহানি ঘটছে। এতে শুধু পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই প্রশাসন দ্রুত অভিযান শুরু করবে। তবে তার আগে আপনাদের সঙ্গে বসে বিষয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) – মো: লুৎফর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট – নিলুফা ইয়াছমিন মিতু, ট্রাফিক পরিদর্শক মো: মাহফুজ মিয়া, সহকারী পরিচালক (বিআরটিএ) মো: কামরুজ্জামান।

সভায়, চাঁদপুর জেলা বাস মালিক সমিতর বিভিন্ন নেতৃবৃন্দ এবং জেলার সকল বাস মালিক এর প্রতিনিধি রা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন

চাঁদপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বাস মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের আলোচনা সভা

আপডেট সময় : ০৯:২৪:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২০ আগস্ট ২০২৫

বুধবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, চাঁদপুরে অনেক গাড়ির রোড পারমিট নেই, আবার কারও নবায়নও হয়নি। অনেক চালক সচেতনতার অভাবে ইচ্ছেমতো গাড়ি চালাচ্ছেন। কিছু বাস কাউন্টারবিহীনভাবে চলাচল করছে এবং সময়সূচি মেনে চলছে না। প্রশাসন এখন থেকে এসব অনিয়মকে নিয়মের মধ্যে নিয়ে আসবে।

ডিসি আরও বলেন, রোড পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। যতগুলো পারমিট আছে, কেবল সেই সংখ্যক গাড়িই রাস্তায় চলবে। যার যেখান থেকে রোড পারমিট আছে, সেখান থেকেই গাড়ি চলবে এবং টার্মিনালও সেখানেই রাখতে হবে। রাস্তায় আর কোনো গাড়ি থামানো বা রাখা যাবে না। ছোট জেলায় ইচ্ছেমতো গাড়ি বাড়ানো যাবে না। যাত্রী সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়ি চলাচল নিশ্চিত করতে হবে।

তিনি মালিক সমিতিকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মালিক সমিতিকে অবশ্যই পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্রিয় সহযোগিতা করতে হবে। প্রশাসনের নির্দেশনা চালকদের কাছে পৌঁছে দিতে হবে, কারণ তারাই সরাসরি রাস্তায় গাড়ি চালাচ্ছেন।

ডিসি আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে বাস মালিকদের জানাতে হবে কতগুলো ২৫ বছরের বেশি পুরনো গাড়ি রয়েছে। এগুলো দ্রুত ডাম্পিংয়ে নিতে হবে। পুরনো ও ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় যে অনিয়ম হচ্ছে, তা আর বরদাস্ত করা হবে না। মালিক ও চালক উভয়েরই সচেতন হওয়া জরুরি।

তিনি পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, প্রতিনিয়ত দুর্ঘটনায় অযথা প্রাণহানি ঘটছে। এতে শুধু পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই প্রশাসন দ্রুত অভিযান শুরু করবে। তবে তার আগে আপনাদের সঙ্গে বসে বিষয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) – মো: লুৎফর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট – নিলুফা ইয়াছমিন মিতু, ট্রাফিক পরিদর্শক মো: মাহফুজ মিয়া, সহকারী পরিচালক (বিআরটিএ) মো: কামরুজ্জামান।

সভায়, চাঁদপুর জেলা বাস মালিক সমিতর বিভিন্ন নেতৃবৃন্দ এবং জেলার সকল বাস মালিক এর প্রতিনিধি রা উপস্থিত ছিলেন।