নিজ নিজ পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’ এই শ্লোগান নিয়ে পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে
বুধবার (২০ আগষ্ট) সকালে চাঁদপুর শহরের পুরান বাজারের বিভিন্ন এলাকায় চাঁদপুর সদর উপজেলা ব্রাকের আয়োজনে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে দিনব্যাপী এক ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেন।
ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
ক্যাম্পেইনে সহযোগিতা করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়।
ক্যাম্পেইন চলাকালে তারা পৌর শহরের বৌ বাজার, হরিসভা, মেয়র রোড, বাতাসা পট্টি। ডাল পট্টি, ঘোষ পাড়া, পালপাড়া অলিগলি এবং গুরুত্বপূর্ন সড়ক ও জনবহুল স্থানে ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, পুরাতন টায়ার পরিস্কার করে মানুষকে উদ্ধুদ্ধ করেন।
ক্যাম্পেইনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ সভাপতি তমাল ঘোষ,
চাঁদপুর সদর ব্রাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, সদর উপজেলার ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রোগ্রাম অফিসার মোঃ বেলাল হোসেন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।
ব্র্যাক-এর কর্মরতারা জানান,“সাধারণ মানুষ এখনও অনেক ক্ষেত্রে এসব রোগের প্রতি অসচেতন। আমরা চাই প্রতিটি পরিবার যেন সচেতন হয় এবং প্রাথমিক লক্ষণ দেখলে যেন দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেয়।”
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, “ব্র্যাকের এই প্রচেষ্টা আমাদের অনেক কাজে লাগবে। আগে আমরা অনেক কিছু জানতাম না, এখন বুঝতে পারছি কীভাবে সাবধান হতে হবে।”
উল্লেখ্য, সম্প্রতি ডেঙ্গু ও চিকনগুনিয়া আক্রান্তের হার বেড়ে যাওয়ায় এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ছবির ক্যাপশন: চাঁদপুর শহরের পুরান বাজারের বিভিন্ন এলাকায় চাঁদপুর সদর উপজেলা ব্রাকের আয়োজনে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে দিনব্যাপী ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেন।