মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের সম্বনয় উন্নয়নের প্রকল্প সভা অনুষ্ঠিত মেহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন অর্জনের জন্য মেহেরপুর জেলার সকল ইউনিয়ন উদ্যোক্তাদের সমন্বয়ে উন্নয়নের প্রকল্প সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপরে মুজিবনগর জেলা পরিষদ ডাকবাংলো সূর্যদয়ে সমন্বয় সভায় সভাপতি করেন জেলা ইউনিয়ন উদ্যোক্তা ফোরামের সভাপতি সজীবুল হক লেমন। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব কমিটির জেলা সভাপতি আঃ কাফি, সাধারন সম্পাদক আজিমদ্দিন, বুড়িপোতা ইউপি সচিব সানোয়ার হোসেন, ধানখোলা ইউপি সচিব রফিকুল ইসলাম, দারিয়াপুর ইউপি সচিব বজলুল হক প্রমূখ। এসময় সেখানে মেহেরপুর জেলার ইউনিয়ন পরিষদের সকল সচিব, জেলা ইউনিয়ন উদ্যোক্তা ফোরামের সাধারন সম্পাদক নাহিদ হাসান, সহ-সভাপতি মিকাইল হোসেন, কোষাধ্যক্ষ মহিদুল ইসলামসহ ইউনিয়ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে সরকারের উন্নয়নের প্রকল্প নিয়ে সচিব কমিটির সাথে আলোচনা করা হয়।