শিরোনাম :
Logo মাদকের টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে Logo সাতক্ষীরা কলারোয়ায় সাবেক যুবদল নেতার আগ্রাসনে বিধবা নারীর বসতবাড়ি ভাঙচুর Logo চাঁদপুর পুরান বাজারে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার! Logo ইবিতে প্রথম ট্যুরিস্ট ক্লাব নির্বাচন; নেতৃত্বে রিফাত ও ফেরদৌস Logo এন্ট্রি পদ নবম গ্রেড ও আলাদা অধিদপ্তর গঠনের দাবিতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন Logo চাঁদপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বাস মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের আলোচনা সভা Logo চাঁদপুরে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা Logo বীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম জন্মবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় জাল ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেওয়ায় নারীসহ তিন পুলিশ কনস্টবলের বিরুদ্ধে মামলা গ্রেফতার দুই !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩২:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মুরাদ হোসেন: চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টবল পদে চাকরি নেওয়ার ঘটনায় নারী পুলিশ সদস্যসহ তিন জনের নামে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর থানায় পুলিশের এসআই শহিদুজ্জামান খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গতকাল সন্ধায় অভিযুক্ত দুই সদস্যকে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা শিরোমনি ৩য় আমর্ড ব্যাটালিয়ন থেকে ও যশোর জেলা থেকে গ্রেফতার করেন। নিরাপদ হেফাজতে রাখা হয়েছে ঢাকা এসপিবিএন-২ কর্মরত রবিউল ইসলামকে।

গ্রেফতারকৃতরা হল- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ানের কুড়ালগাছি বড়বলদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে নাছিমা খাতুন কনস্টবল নং-১২৮১ ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ানের সরোজগঞ্জ জলিবিলা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম কনস্টবল নং-৩৩৭৩।
অন্য জন হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ানের সরোজগঞ্জ আশানন্দপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে রবিউল ইসলাম কনস্টবল নং- ১৩৪৮২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ জানুয়ারি পুলিশ হেডকোয়াটার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার গত ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশ কনস্টবল পদে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত করেন রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে। দুই জনের পিতার মুক্তিযোদ্ধার সনদ যাচাই করার জন্য পুলিশ হেডকোয়াটার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেন। যাচাই শেষে ২০১৭ সালের জুলাই মাসে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে জানায় মুক্তিযোদ্ধা সনদ দুটি জাল ও ভুয়া।
২০১৩ সালের ৬ জানুয়ারি নাছিমা খাতুন মুক্তিযোদ্ধার কোটায় পুলিশ কনস্টবল পদে নির্বাচিত হন। তার পিতার মুক্তিযোদ্ধার সনদ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে যাচাই শেষে জাল ও ভুয়া বলে কর্তৃপক্ষকে জানায়।

অভিযুক্তরা অবৈধ ভাবে রেশন, বেতন, ভাতাসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেয়। তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ও ৪০৬ ধারায় মামলা হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আবু হোসেন সকালের খবরকে জানান, যারা জাল ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চকরি করছে তাদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিক। যেন অন্যরা মুক্তিযোদ্ধাদের সনদ জাল করে এ ধরনের কাজ করতে না পারে। ভুয়া মুক্তিযোদ্ধাদের দায় আমরা নিতে পারিনা।

পুলিশ সুপার নিজাম উদ্দিন বলেন, অভিযুক্তদের দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার যাচাই-বাছাই করেন। জেলায় একজন নারীসহ তিনজন পুলিশ কনস্টবল পদে জাল ও ভুয়া সদন দাখিল করায় মামলা হয়েছে। অভিযক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাদকের টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে

চুয়াডাঙ্গায় জাল ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেওয়ায় নারীসহ তিন পুলিশ কনস্টবলের বিরুদ্ধে মামলা গ্রেফতার দুই !

আপডেট সময় : ০৭:৩২:৪৮ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

মুরাদ হোসেন: চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টবল পদে চাকরি নেওয়ার ঘটনায় নারী পুলিশ সদস্যসহ তিন জনের নামে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর থানায় পুলিশের এসআই শহিদুজ্জামান খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গতকাল সন্ধায় অভিযুক্ত দুই সদস্যকে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা শিরোমনি ৩য় আমর্ড ব্যাটালিয়ন থেকে ও যশোর জেলা থেকে গ্রেফতার করেন। নিরাপদ হেফাজতে রাখা হয়েছে ঢাকা এসপিবিএন-২ কর্মরত রবিউল ইসলামকে।

গ্রেফতারকৃতরা হল- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ানের কুড়ালগাছি বড়বলদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে নাছিমা খাতুন কনস্টবল নং-১২৮১ ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ানের সরোজগঞ্জ জলিবিলা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম কনস্টবল নং-৩৩৭৩।
অন্য জন হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ানের সরোজগঞ্জ আশানন্দপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে রবিউল ইসলাম কনস্টবল নং- ১৩৪৮২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ জানুয়ারি পুলিশ হেডকোয়াটার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার গত ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশ কনস্টবল পদে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত করেন রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে। দুই জনের পিতার মুক্তিযোদ্ধার সনদ যাচাই করার জন্য পুলিশ হেডকোয়াটার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেন। যাচাই শেষে ২০১৭ সালের জুলাই মাসে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে জানায় মুক্তিযোদ্ধা সনদ দুটি জাল ও ভুয়া।
২০১৩ সালের ৬ জানুয়ারি নাছিমা খাতুন মুক্তিযোদ্ধার কোটায় পুলিশ কনস্টবল পদে নির্বাচিত হন। তার পিতার মুক্তিযোদ্ধার সনদ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে যাচাই শেষে জাল ও ভুয়া বলে কর্তৃপক্ষকে জানায়।

অভিযুক্তরা অবৈধ ভাবে রেশন, বেতন, ভাতাসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেয়। তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ও ৪০৬ ধারায় মামলা হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আবু হোসেন সকালের খবরকে জানান, যারা জাল ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চকরি করছে তাদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিক। যেন অন্যরা মুক্তিযোদ্ধাদের সনদ জাল করে এ ধরনের কাজ করতে না পারে। ভুয়া মুক্তিযোদ্ধাদের দায় আমরা নিতে পারিনা।

পুলিশ সুপার নিজাম উদ্দিন বলেন, অভিযুক্তদের দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার যাচাই-বাছাই করেন। জেলায় একজন নারীসহ তিনজন পুলিশ কনস্টবল পদে জাল ও ভুয়া সদন দাখিল করায় মামলা হয়েছে। অভিযক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।