নিউজ ডেস্ক:
মুরাদ হোসেন: চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বেলা ৫টায় জেলা শহরের ফার্মপাড়া রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ম-ল ফার্মপাড়ার মৃত মোমেন ম-লের ছেলে। লাইন পার হতে গেল ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, বৃদ্ধ আলাউদ্দিন ম-ল বাড়ির পাশের রেললাইনের ওপর গামছা শুকোতে দেন। বেলা ৫টার লাইনের ওপর গামছা তুলতে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা আপ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ আলাউদ্দিন ম-ল (৭০)। চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে রেল পুলিশ পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।