লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই পড়তে অনুপ্রাণিত করার লক্ষ্যে শুরু হয়েছে তিনব্যাপী বই মেলা। কৈশোর তারুণ্যের বই নামক সংগঠনের উদ্দ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চবিদ্যালয়ের হলরুমে মেলার উদ্বোধন করেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সরকারী সামাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অবু তাহের, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, এডভোকেট সেলিনা বেগম প্রমুখ। এ মেলায় ঢাকা থেকে আগত বিভিন্ন প্রকাশনী ৮টি স্টল অংশ গ্রহন করে। প্রতিদিন সকাল ৯ থেকে বিকেল ৪ টা পর্যন্ত মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।