মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ১লা আগষ্ট শোকের মাসের বিভিন্ন কর্মসূচি শুরু করেছে জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকাল ৬ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠানিক সম্পাদক জাব্বারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সেতু, তথ্য সম্পাদক এসএম রাব্বি, আইন সম্পাদক টিটু খান সাদিক, ধর্ম সম্পাদক হাফিজুর রহমান, শহর সভাপতি আরিফ হোসেন, সরকারী কলেজ সভাপতি কুদরত ই খোদা রুবেল।
























































