মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন । প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক অমিত হাসান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফুয়ান আহামেদ রুপক, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ ও সাধারন সম্পাদক রাজন আলী মালিথা, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৈহিদ , সাধারন সম্পাদক বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ, কলেজ সভাপতি কুদরত-ই খোদা রুবেল, সাধারন সম্পাদক মাসুদ রানা, মুজিবনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তুষার ইমরান প্রমূখ ।
























































