নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। নিহত ল্যাংড়া কালাম ফেনীর সোনাগাজীর বাসিন্দা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বলে জানিয়েছে র্যাব।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, র্যাবের টহল দলের সঙ্গে সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী দলের গুলিবিনিময় হয়। এসময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অটোমেটিক রাইফেল ও ১৫ রাউন্ড গুলি এবং ৭ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।





































