শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

ঘরোয়া উপায়েই দূর হবে মুখের দাগ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৭:১০ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রাকৃতিকভাবেই হয়তো আপনার ত্বক সুস্থ ও স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই মুখে ছোট ছোট দাগ দেখা দিতে পারে। সাধারণত রোদে পুড়ে গেলে কিংবা নিজের অজান্তে ছোট ছোট র‌্যাশে নখ লাগানোর ফলে মুখে এমন দাগ দেখা যায়। ধীরে ধীরে তা মিলিয়েও যায় বটে। তবে ঘরে থাকা কিছু জিনিসের ব্যবহারে মাত্র ৫ দিনেই এ ধরণের দাগ দূর করা যায়। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন সেই উপায়গুলো-

১.‌ কমলালেবুর খোসা গুড়ো করে নিন। এরপর এক চা চামচ কমলালেবুর খোসার গুড়োর সঙ্গে অর্ধেক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। টানা চার থেকে পাঁচদিন এই মিশ্রণটি লাগালে দূর হবে মুখের দাগ।

২.‌ অর্ধেক চা চামচ মুসুরির ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। সারা মুখে তা লাগিয়ে রেখে দিন অন্তত ১৫ মিনিট। এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে।

৩.‌ ডাবের পানি ফ্রিজে রেখে বরফ করে নিন। শুতে যাওয়ার আগে দাগের ওপর বরফের টুকরো ঘষে নিন।

৪.‌ পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন।

৫.‌ পুদিনাপাতার পেস্ট দাগের উপর লাগিয়ে রাখলে দ্রুত মুখের দাগ সেরে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

ঘরোয়া উপায়েই দূর হবে মুখের দাগ !

আপডেট সময় : ০২:১৭:১০ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

প্রাকৃতিকভাবেই হয়তো আপনার ত্বক সুস্থ ও স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই মুখে ছোট ছোট দাগ দেখা দিতে পারে। সাধারণত রোদে পুড়ে গেলে কিংবা নিজের অজান্তে ছোট ছোট র‌্যাশে নখ লাগানোর ফলে মুখে এমন দাগ দেখা যায়। ধীরে ধীরে তা মিলিয়েও যায় বটে। তবে ঘরে থাকা কিছু জিনিসের ব্যবহারে মাত্র ৫ দিনেই এ ধরণের দাগ দূর করা যায়। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন সেই উপায়গুলো-

১.‌ কমলালেবুর খোসা গুড়ো করে নিন। এরপর এক চা চামচ কমলালেবুর খোসার গুড়োর সঙ্গে অর্ধেক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। টানা চার থেকে পাঁচদিন এই মিশ্রণটি লাগালে দূর হবে মুখের দাগ।

২.‌ অর্ধেক চা চামচ মুসুরির ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। সারা মুখে তা লাগিয়ে রেখে দিন অন্তত ১৫ মিনিট। এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে।

৩.‌ ডাবের পানি ফ্রিজে রেখে বরফ করে নিন। শুতে যাওয়ার আগে দাগের ওপর বরফের টুকরো ঘষে নিন।

৪.‌ পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন।

৫.‌ পুদিনাপাতার পেস্ট দাগের উপর লাগিয়ে রাখলে দ্রুত মুখের দাগ সেরে যায়।