শিরোনাম :

আমিরের প্রস্তাবে ফিরিয়ে দিলেন রজনীকান্ত‌

  • আপডেট সময় : ১১:৪৬:০৫ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমির খানকে মুখের ওপরই না করে দিলেন রজনীকান্ত। আমির খান রজনীকান্তের জন্য বিশেষ শোয়ের আয়োজন করে তার ‘‌দঙ্গল’‌ ছবিটি দেখান।

এরপর তিনি অনুরোধ করেন, তার মহাবীর ফোগাটের চরিত্রটি যদি রজনী তামিলে ডাবিং করে দেন। নম্রভাবেই সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন ৬৫ বছরের রজনীকান্ত।

রজনীকান্ত জানালেন, আপাতত ‘‌২.‌০’‌ ছবির শুটিংয়ে তিনি ব্যস্ত। ডাবিংয়ের সময় হবে না। ২০১০ সালে মুক্তি পেয়েছিল রজনীর ‘‌এন্থিরান’‌। সেই ছবিরই সিক্যুয়েল এটি।

আসছে ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘‌দঙ্গল’‌। সেখানে কুস্তিগীর মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করছেন আমির। মহাবীরের বয়সের চরিত্রে অভিনয়ের জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন আমির। আবার অল্প বয়সের মহাবীর হওয়ার জন্য প্রচুর ওজন কমিয়েছিলেন।

২০১৫ সালে অমিরের কোনও ছবি মুক্তি পায়নি। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘‌পি কে’‌। তাই ‘‌দঙ্গল’ নিয়ে ৫১ বছরের আমির এবং তার ভক্তদের প্রচুর আশা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর নৌ রুটে নবজাতকের জন্ম;পাবে আজীবন যাতায়াত সুবিধা

আমিরের প্রস্তাবে ফিরিয়ে দিলেন রজনীকান্ত‌

আপডেট সময় : ১১:৪৬:০৫ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

আমির খানকে মুখের ওপরই না করে দিলেন রজনীকান্ত। আমির খান রজনীকান্তের জন্য বিশেষ শোয়ের আয়োজন করে তার ‘‌দঙ্গল’‌ ছবিটি দেখান।

এরপর তিনি অনুরোধ করেন, তার মহাবীর ফোগাটের চরিত্রটি যদি রজনী তামিলে ডাবিং করে দেন। নম্রভাবেই সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন ৬৫ বছরের রজনীকান্ত।

রজনীকান্ত জানালেন, আপাতত ‘‌২.‌০’‌ ছবির শুটিংয়ে তিনি ব্যস্ত। ডাবিংয়ের সময় হবে না। ২০১০ সালে মুক্তি পেয়েছিল রজনীর ‘‌এন্থিরান’‌। সেই ছবিরই সিক্যুয়েল এটি।

আসছে ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘‌দঙ্গল’‌। সেখানে কুস্তিগীর মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করছেন আমির। মহাবীরের বয়সের চরিত্রে অভিনয়ের জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন আমির। আবার অল্প বয়সের মহাবীর হওয়ার জন্য প্রচুর ওজন কমিয়েছিলেন।

২০১৫ সালে অমিরের কোনও ছবি মুক্তি পায়নি। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘‌পি কে’‌। তাই ‘‌দঙ্গল’ নিয়ে ৫১ বছরের আমির এবং তার ভক্তদের প্রচুর আশা।