জুনে ৬৮ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ !

0
23

নিউজ ডেস্ক:

গত জুন মাসে ৬৮ কোটি ৭৮ লাখ টাকার মাদকদ্রব্য ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৬৯৮ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতকাল রোববার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুন মাসে সীমান্ত এলাকাসহ অন্য স্থানে অভিযান চালিয়ে ৮০ লাখ ২০ হাজার ৭২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ হাজার ৯৬৯ বোতল বিদেশি মদ, ৪৮৮ লিটার বাংলা মদ, ১৭ হাজার ৯২ বোতল ফেনসিডিল, ৫৯৫ কেজি গাঁজা, ২ কেজি ৪৩৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ছাড়া ১৬ হাজার ৭৩৩ পিস শাড়ি, ৪ হাজার ৩৪ পিস থ্রি পিস-শার্ট পিস, ২ হাজার ১৭৯ মিটার থান কাপড়, ৫০৯টি তৈরি পোশাক, ৩৪ হাজার ২১ সিএফটি কাঠ ও ১ কেজি ১৭০ গ্রাম সোনা জব্দ করা হয়।

অভিযানকালে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১০৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়। ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করে ৪ জনকে বিএসএফের কাছে হস্তান্তর ও ১ জনকে থানায় সোপর্দ করা হয়। মিয়ানমারের ১৯ নাগরিকের অনুপ্রবেশ ঠেকানো হয়।