নিউজ ডেস্ক:
নাশতকার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুনানি শেষে গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে এদিন বিএনপির এই নেতা পল্টন থানার মোট ছয় মামলায় ঢাকা সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ প্রমুখ আইনজীবীরা।
শুনানিতে তারা বলেন, জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে যে অভিযোগে মামলাগুলো করা হয়েছে, তিনি তার সাথে সম্পৃক্ত নন। রাজনৈতিকভাবে হেয় করতে তাকে মামলায় জড়ানো হয়েছে। আমরা তার জামিনের প্রার্থনা জানাচ্ছি। তিনি জামিনের শর্ত ভঙ্গ করবেন না। আর জামিন দিলে পলাতক হবেন না।
শুনানি শেষে বিচারক চার মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং অপর দুই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়। মামলাগুলোয় বিএনপির আরো অনেক শীর্ষ নেতারাও আসামি রয়েছেন।

































