ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রাম থেকে ইয়াবাসহ হামিদুল ইসলাম (৩০) ও কামাল হোসেন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়। আটক হামিদুল ইসলাম সদর উপজেলার খড়াশুনি গ্রামের গোলাম নবীর ছেলে ও কামাল হোসেন কালীগঞ্জ উপজেলার বড়ডাঙ্গা গ্রামের আব্দুল গাফফারের ছেলে। সম্পর্কে ওই দুই জন শ্যালক-ভগ্নিপতি।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আড়মুখী গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার পিএস আই বদিউজ্জামান ও নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই মানিক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৯৫ পিচ ইয়াবাসহ ওই দুই জনকে আটক করে। আটককৃতরা ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার
১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ