তিন সন্তানসহ মায়ের মৃত্যু : প্রতিবেদন ১ আগস্ট !

0
23

নিউজ ডেস্ক:

রাজধানীর তুরাগ এলাকায় তিন সন্তানসহ এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১ আগস্ট ধার্য করেছেন আদালত। গত শনিবার মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী মামলাটি তুরাগ থানার পরিদর্শক (নিরস্ত্র) শফিকুর রহমানকে তদন্ত করে ১ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে নিহত রেহেনা পারভীনের ভাই সামছুল আলম বাদী হয়ে তুরাগ থানায় শুক্রবার রাতে হত্যা মামলা দায়ের করেন।
তুরাগ থানার ওসি মাহবুবে খোদা বলেন, মামলার এজাহারে রেহেনার স্বামী মোস্তফা কামাল ও কামালের বোন কোহিনূরের নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোররাতে পুলিশ তুরাগ থানা এলাকায় ইজতেমা মাঠের কাছের কামারপাড়ার কালিয়ারটেক এলাকার টিনশেড একটি বাসা থেকে রেহেনা পারভীন (৪০) ও তার তিন সন্তান শান্তা (১৩), শেফা (৮) ও সাদের (১) লাশ উদ্ধার করে।