স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ বুধবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের নেতৃত্বে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানাগেছে, দুপুরে মহেশপুর বাজারের আয়তালের ফলের দোকানে খেজুরে তেল মেশানোর কারণে ২০ হাজার, নওদাগ্রাম বাজারে আনারুলের মিষ্টির দোকানে ফ্রিজের মধ্যে মিষ্টি আর মাংশ একসাথে থাকার কারণে ১ হাজার টাকা ও সস্তার বাজারে ভাই ভাই বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি বিস্টুক তৈরীর কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, রমজানের মাস ধরেই ভেজাল বিরোধী অভিযান চলতে থাকবে।
শুক্রবার
২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ