বনানীতে ধর্ষণ : বৃহস্পতিবার প্রতিবেদন দেবে পুলিশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৯:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণ ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটি আরও তিন দিন সময় চেয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বৃহস্পতিবার প্রতিবেদন দেওয়া হবে বলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান জানিয়েছেন।
রোববার রাতে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আজই কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বৃহস্পতিবার এ প্রতিবেদন কমিশনারের কাছে দেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, বনানীতে দ্য রেইন ট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলা নেওয়ার ক্ষেত্রে বিলম্ব ও দায়িত্বে গাফিলতির বিষয়টি গঠিত কমিটি ইতোমধ্যে তদন্তে প্রমাণ পেয়েছে। মামলা দায়েরের ক্ষেত্রে কিছু অনিয়ম ও অসংগতি আছে। মামলা দেরিতে নেওয়ার তথ্যও মিলেছে। ১২ মে অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে পুলিশের এ তদন্ত কমিটি করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়ে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। এ ঘটনায় ৬ মে বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীরা। পরে আসামিদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনানীতে ধর্ষণ : বৃহস্পতিবার প্রতিবেদন দেবে পুলিশ !

আপডেট সময় : ০১:০৯:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণ ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটি আরও তিন দিন সময় চেয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বৃহস্পতিবার প্রতিবেদন দেওয়া হবে বলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান জানিয়েছেন।
রোববার রাতে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আজই কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বৃহস্পতিবার এ প্রতিবেদন কমিশনারের কাছে দেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, বনানীতে দ্য রেইন ট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলা নেওয়ার ক্ষেত্রে বিলম্ব ও দায়িত্বে গাফিলতির বিষয়টি গঠিত কমিটি ইতোমধ্যে তদন্তে প্রমাণ পেয়েছে। মামলা দায়েরের ক্ষেত্রে কিছু অনিয়ম ও অসংগতি আছে। মামলা দেরিতে নেওয়ার তথ্যও মিলেছে। ১২ মে অতিরিক্ত কমিশনার মিজানুর রহমানকে প্রধান করে পুলিশের এ তদন্ত কমিটি করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়ে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। এ ঘটনায় ৬ মে বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীরা। পরে আসামিদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।