নিউজ ডেস্ক:
হাওর অঞ্চলের বানভাসি মানুষের দুঃখ দুদর্শা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ খবর নিতে আগামী রবিবার সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। চলতি মাসের প্রথম দিকে আকস্মিক ঢলে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর তলিয়ে গেছে। এতে বোরো ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি মারা গেছে বিপুল পরিমাণ মাছ ও হাঁস।
হাওরের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ হচ্ছে। ত্রাণ ও পুনর্বাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তৎপর হতে বলা হয়েছে সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে।