শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ এ ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ ও ভারতের কয়েকটি অঞ্চল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল আনুমানিক ৫.২।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের ঘোড়াশাল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে।
এবং ঢাকার অদূরে কালিগঞ্জ উপজেলা থেকে ৩ কিলোমিটারের মধ্যে। এর ফলে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী ও সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
রাজধানী সহ দেশের চাঁদপুর, নীলফামারী, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, রাজশাহী, নাটোর মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট খবর না পাওয়া গেলেও, অনেক জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।




















































