আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা-আইন্দিপুর সড়কের খাজা বাবার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর পুরাতনপাড়ার বাসিন্দা বিউটি খাতুন (৪৫) তাঁর স্বামী মুস্তাফিজুর রহমানের মোটর সাইকেলে চড়ে ভগিরাথপুর থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন চিৎলা রুইতনপুর নামক স্থানে তিনি মোটর সাইকেলের পেছন থেকে পড়ে যান।
নিহত বিউটি খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগীরথপুর গ্রামের পুরাতন পাড়ার মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।


















































