খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বলেছেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকাবাসীর পাশে থেকে বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে চান। শুক্রবার (৭ নভেম্বর) কয়রায় নিজ নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
মনিরুল হাসান বলেন, এই অঞ্চলের মানুষের প্রধান সমস্যা হচ্ছে টেকসই বেড়িবাঁধের অভাব, সুপেয় পানির সংকট ও কর্মসংস্থানের ঘাটতি। আমি নির্বাচিত হলে এই তিনটি ইস্যুকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
তিনি আরও বলেন, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে জনগণের মধ্য থেকেই। ১৪ বছর জনপ্রতিনিধি হিসেবে কাজ করে আমি বুঝেছি—মানুষ উন্নয়ন চায়, প্রতিশ্রুতি নয়। আমি চাই কয়রা–পাইকগাছার মানুষ যেন নিজের জমিতে শান্তিতে চাষ করতে পারে, জলোচ্ছ্বাসের ভয় ছাড়াই বাঁচতে পারে।
মনিরুল হাসান বলেন, তিনি বিশ্বাস করেন উন্নয়নের প্রকৃত ধারক জনগণই। তাই জনগণের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি। একই সঙ্গে তিনি কয়রাকে একটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চলে পরিণত করার উদ্যোগের কথাও জানান।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি নেতার এই অঙ্গীকারে উপস্থিতদের মধ্যে আশাবাদের সুর শোনা যায়। এলাকাবাসী মনে করছেন, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে কয়রা–পাইকগাছা নতুন উন্নয়নের পথে এগিয়ে যাবে।






















































