ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের দুই শিক্ষক অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও অধ্যাপক ড. রেবা মন্ডলের বিরুদ্ধে প্রশাসনের দেওয়া সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ছিল—‘সাময়িক বরখাস্ত বাতিল চাই’, ‘শিক্ষক ছাড়া ক্লাসে বসব না’, ‘যে শেখায় ন্যায়, তার সাথেই অন্যায় কেন’, ‘যে শিক্ষক আলো দেয়, তাকে কেন অন্ধকারে ঠেলে দিচ্ছেন?’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের সেশনজট কাটিয়ে আইন বিভাগ এখন স্বাভাবিক অবস্থায় ফিরছে। এতে অধ্যাপক শাহজাহান মন্ডল ও রেবা মন্ডলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁরা সবসময় শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। অনেক সময় দেখা গেছে, কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে তাঁরা ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন।
তদন্ত কমিটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, ‘যদি শিক্ষক রাজনীতির কারণে শাস্তি পান, তাহলে অন্যদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। আমরা রাজনীতি নয়, আমাদের প্রিয় শিক্ষকদের ন্যায্যতার জন্য দাঁড়িয়েছি।’
আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আছিয়া বলেন, ‘আমরা আমাদের প্রিয় শিক্ষক শাহজাহান মন্ডল ও রেবা মন্ডলকে ফিরে পেতে চাই। তাঁদের ক্লাস ও প্রেজেন্টেশন এত প্রাণবন্ত ছিল যে, কখনো একঘেয়েমি লাগেনি। তাঁদের মতো শিক্ষক পাওয়া সত্যিই সৌভাগ্যের।’
তৃতীয় বর্ষের শিক্ষার্থী মির্জা শাহরিয়ার বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমি ১২ দিন জেলে ছিলাম। তখন রেবা মন্ডল ম্যাডাম ছিলেন বিভাগীয় চেয়ারম্যান, শাহজাহান মন্ডল স্যারও পাশে ছিলেন। তাঁরা সবসময় মানবিক আচরণ করেছেন, রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে শিক্ষার্থীদের পাশে থেকেছেন।’
শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত দুই শিক্ষকের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার দাবি জানান।










































