“সংখ্যালঘু শব্দটি হীনমন্যতা তৈরি করে, এই দেশ আমাদের সবার। নাগরিক হিসেবে এখানে আমরা সমান অধিকার ভোগ করবো এটাই হলো সার্বজনীনতা ” বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আমিনুল ইসলাম।
পঞ্চগড়ের বোদায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোবিন্দজিউ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘু বলে কোন কথা নেই, আমরা সকলেই এই দেশের নাগরিক।
ছাত্রজনতার আন্দোলনে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার হটাও আন্দোলনে আমরা সফল হয়েছি কাজেই তরুণ প্রজন্ম সহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে কোন ভাবেই নাগরিক অধিকার ক্ষুন্ন না হয়।
অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যার যার ধর্ম পালন করে। সনাতন ধর্মের ভাইরা সহ তরুণ প্রজন্ম কে অসুর বধের মতো যেকোনো অনাচার অবিচার মব সংস্কৃতি রুখে নাগরিক অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।
এসময় পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দেবীগঞ্জ সারকেল পুলিশের সিনিয়র এএসপি সামুয়েল সাগমা, বোদা থানার অফিসার ইনচার্জ আজিমউদ্দিন, গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা সহ অসংখ্য সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।