শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

নাগরিক হিসেবে এখানে সবাই সমান অধিকার ভোগ করবো এটাই হলো সার্বজনীনতা ” বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আমিনুল ইসলাম।

“সংখ্যালঘু শব্দটি হীনমন্যতা তৈরি করে, এই দেশ আমাদের সবার। নাগরিক হিসেবে এখানে আমরা সমান অধিকার ভোগ করবো এটাই হলো সার্বজনীনতা ” বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আমিনুল ইসলাম।

পঞ্চগড়ের বোদায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোবিন্দজিউ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘু বলে কোন কথা নেই, আমরা সকলেই এই দেশের নাগরিক।

ছাত্রজনতার আন্দোলনে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার হটাও আন্দোলনে আমরা সফল হয়েছি কাজেই তরুণ প্রজন্ম সহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে কোন ভাবেই নাগরিক অধিকার ক্ষুন্ন না হয়।

অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যার যার ধর্ম পালন করে। সনাতন ধর্মের ভাইরা সহ তরুণ প্রজন্ম কে অসুর বধের মতো যেকোনো অনাচার অবিচার মব সংস্কৃতি রুখে নাগরিক অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।

এসময় পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দেবীগঞ্জ সারকেল পুলিশের সিনিয়র এএসপি সামুয়েল সাগমা, বোদা থানার অফিসার ইনচার্জ আজিমউদ্দিন, গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা সহ অসংখ্য সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরিক হিসেবে এখানে সবাই সমান অধিকার ভোগ করবো এটাই হলো সার্বজনীনতা ” বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আমিনুল ইসলাম।

আপডেট সময় : ১১:১৫:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

“সংখ্যালঘু শব্দটি হীনমন্যতা তৈরি করে, এই দেশ আমাদের সবার। নাগরিক হিসেবে এখানে আমরা সমান অধিকার ভোগ করবো এটাই হলো সার্বজনীনতা ” বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আমিনুল ইসলাম।

পঞ্চগড়ের বোদায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোবিন্দজিউ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘু বলে কোন কথা নেই, আমরা সকলেই এই দেশের নাগরিক।

ছাত্রজনতার আন্দোলনে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচার হটাও আন্দোলনে আমরা সফল হয়েছি কাজেই তরুণ প্রজন্ম সহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে কোন ভাবেই নাগরিক অধিকার ক্ষুন্ন না হয়।

অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যার যার ধর্ম পালন করে। সনাতন ধর্মের ভাইরা সহ তরুণ প্রজন্ম কে অসুর বধের মতো যেকোনো অনাচার অবিচার মব সংস্কৃতি রুখে নাগরিক অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।

এসময় পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দেবীগঞ্জ সারকেল পুলিশের সিনিয়র এএসপি সামুয়েল সাগমা, বোদা থানার অফিসার ইনচার্জ আজিমউদ্দিন, গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা সহ অসংখ্য সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।