ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করছে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) গ্রাজুয়েট প্রকৌশলীদের দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি বাধা ও হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন। দ্রুত তিনদফা দাবী মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা ‘একশন টু একশন
ডাইরেক্ট একশন” , ” ইঞ্জিনিয়ারের একশন ডাইরেক্ট একশন” , “এক দুই তিন চার, ডিপ্লোমা তুই কোটা ছাড়” , “ছাগল দিয়ে হাল চাষ, হবে না হবে না” , “ভেড়া দিয়ে হাল চাষ, হবে না হবে না” , “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” , “ডিপ্লোমা শেষ করতেই তুই করিস হাস ফাস,পারলে কাকা করে দেখা বিএসসি টা করে পাশ”, “ডিপ্লোমা তুই টেকনিশিয়ান, মানতে এতো চুলকানি কেন?” , “ডিপ্লোমার সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” , “এক দুই তিন চার, ডিপ্লোমা তুই জোকার” , “পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না” , “এক দুই তিন চার ইন্টেরিম জোকার” , “পুলিশ তোর দালালি, বন্ধ কর বন্ধ কর”, প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রাকিবুল কবির নিহাল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেন খান, মো. সাব্বির।
আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো: ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য কোনো নামে সমমানের পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং একই ডিসিপ্লিনে উচ্চতর যোগ্যতাসম্পন্ন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং উভয় স্নাতকের জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে অন্যান্য দেশের মতো যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে।