শিরোনাম :
Logo খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মতলব উত্তর সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নে জাকের পার্টির জনসভা Logo পলাশবাড়ীতে ব্রিজের নিচে মিললো ভাস্যমান মরদেহ Logo চাঁদপুর পুলিশ লাইন্স ও সদর মডেল থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি Logo চাঁদপুরে এমআরপিসি কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo “বার্ষিক মূল্যায়নে ইবি উপাচার্যের প্রাপ্ত নম্বর ১০ এর মধ্যে ২.৪৫” Logo কয়রায় কসাইদের নিরাপদ আমিষ নিশ্চিতকরণে প্রশিক্ষণ Logo ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মালখানগর ঐক্যতান সমাজকল্যাণ সংগঠনের শুভেচ্ছা Logo চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo রাবিতে প্রো-ভিসি’র ওপর হামলার প্রতিবাদে ইবি জিয়া পরিষদের নিন্দা

সুষ্ঠু ভোট হলে একটা-দুইটা আসনও হয়তো তারা পাবে না: রুমিন ফারহানা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:১৬:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারের ২২ জন উপদেষ্টা আছেন। কেন মনে করছেন এই উপদেষ্টার সকলেই যে প্রটোকল, সুযোগ-সুবিধা, যে লাইফস্টাইল পাচ্ছেন, সেই ২২ জনই খুব সহজেই ছেড়ে দিতে রাজি থাকবেন, তা তো নাও হতে পারে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

রুমিন বলেন, কোনো কোনো উপদেষ্টার তো ইচ্ছা থাকতেও পারে যে এই সরকার আরও প্রলম্বিত হোক। কোনো কোনো রাজনৈতিক দলেরও তো ইচ্ছে থাকতে পারে এই সরকার প্রলম্বিত হোক।

নিজের কথার পেছনে যুক্তি দিয়ে তিনি বলেন, আমরা কিন্তু বিভিন্ন সময়ে ঈদের নামাজের পর, হুজুরদের বয়ানে, ফেসবুকের ক্যাম্পেইনে দেখছি, ইউনূস সরকারকে পাঁচ বছর দেখতে চাই। ইউনূস সরকার আল্লাহর তরফ থেকে আসা নবীর মতোন। সুতরাং, ওনার বিরোধিতা করা হবে ইসলামের বিরোধিতা করা। এই ওয়াজগুলা কি আমরা শুনি নাই? এই ওয়ালগুলা কি মোবাইলে মোবাইলে ঘুরে নাই?

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের কর্মী প্রকাশ্যে বলছে, ড. ইউনূসের একটি নির্বাচিত সরকারের পাঁচ বছরের প্রধানমন্ত্রী দেখা তার খায়েস বা স্বপ্ন। যদিও তার একটি রাজনৈতিক দল আছে, সেখানে আবার প্রধানও আছে।

একজন, দুইজন বা তিনজন নন-অনেকেই যদি চান নির্বাচন প্রলম্বিত করতে, সরকার আর একটু বেশি সময় থাকতে আমি অবাক হবো না, যোগ করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বেশ কিছু রাজনৈতিক দল আছে, যদি মোটাদাগে সুষ্ঠু একটা ভোট হয়, একটা-দুইটা আসনও হয়তো তারা পাবে না। কিন্তু তাদের হাঁকডাক এবং তাদের প্রতি মিডিয়ার মনোযোগ অনেক বেশি।

তিনি বলেন, তাদের কোনো নেতা ৩০০ আসনকে ৪০০ আসন বললে অনেক কথা হয়। তারা জোর দিয়ে বলেন বিএনপি ৫০ থেকে ১০০টা আসন পাবে। এগুলা নিয়ে মানুষ হাসে, মজা করে। মিডিয়া নানা চাপে থেকে কাজ করে অভ্যস্ত। মিডিয়াকে যদি ফ্রি করে দেন, মিডিয়া খুঁজতে থাকে কোনটা রাজার দল। তো মিডিয়া খুঁজে বের করেছে এনসিপি রাজার দল। তো তারা যতই হাস্যকর কথাই বলুক না কেন, সেটা নিয়ে আলোচনা হবেই।

লন্ডনে বৈঠকের পর সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে, এনসিপির এমন অভিযোগ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘এটা না বললে তো তাদের রাজনীতি থাকবে না। যে দল জনসভা ডাকলে মঞ্চে ২০ জন আর সামনে ক্যামেরা ২০টা। আর কিছু থাকে না। কিন্তু আমরা এখন তাদের নিয়ে আলাপ করছি। সো এই যে এয়ার টাইমটা পাচ্ছে তারা, এটা তো বিশাল ব্যাপার। যে দলের দুইটা ভোট নাই, সে দল এয়ার টাইম পাচ্ছে।’

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সুষ্ঠু ভোট হলে একটা-দুইটা আসনও হয়তো তারা পাবে না: রুমিন ফারহানা

আপডেট সময় : ১১:১৬:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ জুন ২০২৫

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারের ২২ জন উপদেষ্টা আছেন। কেন মনে করছেন এই উপদেষ্টার সকলেই যে প্রটোকল, সুযোগ-সুবিধা, যে লাইফস্টাইল পাচ্ছেন, সেই ২২ জনই খুব সহজেই ছেড়ে দিতে রাজি থাকবেন, তা তো নাও হতে পারে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

রুমিন বলেন, কোনো কোনো উপদেষ্টার তো ইচ্ছা থাকতেও পারে যে এই সরকার আরও প্রলম্বিত হোক। কোনো কোনো রাজনৈতিক দলেরও তো ইচ্ছে থাকতে পারে এই সরকার প্রলম্বিত হোক।

নিজের কথার পেছনে যুক্তি দিয়ে তিনি বলেন, আমরা কিন্তু বিভিন্ন সময়ে ঈদের নামাজের পর, হুজুরদের বয়ানে, ফেসবুকের ক্যাম্পেইনে দেখছি, ইউনূস সরকারকে পাঁচ বছর দেখতে চাই। ইউনূস সরকার আল্লাহর তরফ থেকে আসা নবীর মতোন। সুতরাং, ওনার বিরোধিতা করা হবে ইসলামের বিরোধিতা করা। এই ওয়াজগুলা কি আমরা শুনি নাই? এই ওয়ালগুলা কি মোবাইলে মোবাইলে ঘুরে নাই?

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের কর্মী প্রকাশ্যে বলছে, ড. ইউনূসের একটি নির্বাচিত সরকারের পাঁচ বছরের প্রধানমন্ত্রী দেখা তার খায়েস বা স্বপ্ন। যদিও তার একটি রাজনৈতিক দল আছে, সেখানে আবার প্রধানও আছে।

একজন, দুইজন বা তিনজন নন-অনেকেই যদি চান নির্বাচন প্রলম্বিত করতে, সরকার আর একটু বেশি সময় থাকতে আমি অবাক হবো না, যোগ করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বেশ কিছু রাজনৈতিক দল আছে, যদি মোটাদাগে সুষ্ঠু একটা ভোট হয়, একটা-দুইটা আসনও হয়তো তারা পাবে না। কিন্তু তাদের হাঁকডাক এবং তাদের প্রতি মিডিয়ার মনোযোগ অনেক বেশি।

তিনি বলেন, তাদের কোনো নেতা ৩০০ আসনকে ৪০০ আসন বললে অনেক কথা হয়। তারা জোর দিয়ে বলেন বিএনপি ৫০ থেকে ১০০টা আসন পাবে। এগুলা নিয়ে মানুষ হাসে, মজা করে। মিডিয়া নানা চাপে থেকে কাজ করে অভ্যস্ত। মিডিয়াকে যদি ফ্রি করে দেন, মিডিয়া খুঁজতে থাকে কোনটা রাজার দল। তো মিডিয়া খুঁজে বের করেছে এনসিপি রাজার দল। তো তারা যতই হাস্যকর কথাই বলুক না কেন, সেটা নিয়ে আলোচনা হবেই।

লন্ডনে বৈঠকের পর সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে, এনসিপির এমন অভিযোগ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘এটা না বললে তো তাদের রাজনীতি থাকবে না। যে দল জনসভা ডাকলে মঞ্চে ২০ জন আর সামনে ক্যামেরা ২০টা। আর কিছু থাকে না। কিন্তু আমরা এখন তাদের নিয়ে আলাপ করছি। সো এই যে এয়ার টাইমটা পাচ্ছে তারা, এটা তো বিশাল ব্যাপার। যে দলের দুইটা ভোট নাই, সে দল এয়ার টাইম পাচ্ছে।’