যেখানে আগুন দিয়ে চুল কাটা হয় ! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৯:০২ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিরোনাম দেখে আঁতকে উঠবেন না প্লিজ। এই অসম্ভবকে সম্ভব করেছেন প্যালেস্টাইনি এক নাপিত। তার নাম রমজান আদওয়ান। দক্ষিণ গাজার রাফায় ছোট্ট একটি সেলুন আছে তাঁর। সেখানেই চলে এই আগুন নিয়ে কারবার। কেঁচি নয় আগুন দিয়েই চুল কাটতে পারদর্শী রমজান।

এর কারণ হল যুদ্ধ বিদ্ধস্ত গাজায় নিয়মিত লোডশেডিং চলে। দিনের প্রায় অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকত না। খদ্দেররা এসে  ফিরে যেতেন। শেষে ভেবে চিন্তে এই পন্থা নেন তিনি। তবে সেটি আয়ত্তে আনতে সময় লেগেছে অনেক।

চুল কাটার পর একটি বিশেষ লোশন ও পাউডার খদ্দেরের চুলে ও মুখে মাখিয়ে দেন রমজান। তারপর আগুন দিয়ে তাঁদের হেয়ারস্টাইল করেন। তবে পাকাপাকি নয়। ক্ষানিকক্ষণ সময় থাকবে। এরপর পানি দিলেই সেই আগুনে হেয়ারস্টাইলের দফারফা। রমজানের  কাছে হেয়ারস্টাইলের জন্য সকাল থেকে লম্বা লাইন পড়ে যায়। যদিও গাজার অনেক নাপিতই রমজানের কায়দা রপ্ত করতে শুরু করেছে। সেই সাথে অন্যান্য দেশেও শুরু হয়েছে এই পদ্ধতির প্রচলন।  দেখুন গাজার একটি সেলুনের ভিডিও-

 

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেখানে আগুন দিয়ে চুল কাটা হয় ! (ভিডিও)

আপডেট সময় : ০৫:৪৯:০২ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

শিরোনাম দেখে আঁতকে উঠবেন না প্লিজ। এই অসম্ভবকে সম্ভব করেছেন প্যালেস্টাইনি এক নাপিত। তার নাম রমজান আদওয়ান। দক্ষিণ গাজার রাফায় ছোট্ট একটি সেলুন আছে তাঁর। সেখানেই চলে এই আগুন নিয়ে কারবার। কেঁচি নয় আগুন দিয়েই চুল কাটতে পারদর্শী রমজান।

এর কারণ হল যুদ্ধ বিদ্ধস্ত গাজায় নিয়মিত লোডশেডিং চলে। দিনের প্রায় অর্ধেকের বেশি সময় বিদ্যুৎ থাকত না। খদ্দেররা এসে  ফিরে যেতেন। শেষে ভেবে চিন্তে এই পন্থা নেন তিনি। তবে সেটি আয়ত্তে আনতে সময় লেগেছে অনেক।

চুল কাটার পর একটি বিশেষ লোশন ও পাউডার খদ্দেরের চুলে ও মুখে মাখিয়ে দেন রমজান। তারপর আগুন দিয়ে তাঁদের হেয়ারস্টাইল করেন। তবে পাকাপাকি নয়। ক্ষানিকক্ষণ সময় থাকবে। এরপর পানি দিলেই সেই আগুনে হেয়ারস্টাইলের দফারফা। রমজানের  কাছে হেয়ারস্টাইলের জন্য সকাল থেকে লম্বা লাইন পড়ে যায়। যদিও গাজার অনেক নাপিতই রমজানের কায়দা রপ্ত করতে শুরু করেছে। সেই সাথে অন্যান্য দেশেও শুরু হয়েছে এই পদ্ধতির প্রচলন।  দেখুন গাজার একটি সেলুনের ভিডিও-