শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৫২:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

আসছে কোরবানির ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তবে তারা ঈদের পরের দুই দিন ছুটি কমাতে বলেছেন। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।

ঈদুল আজহা আগামী ৭ জুন হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। সেই হিসেবে ঈদুল আজহার আগে মাত্র দুই দিন ছুটি পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ১০ দিনের টানা ছুটি দিয়েছে সরকার। এ কারণে এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি ১০ লাখ এবং ঢাকার আশপাশের ৩০ লাখসহ অন্তত এক কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবে।

তিনি বলেন, ৭ জুন ঈদ হলে ঈদের আগে ৫ ও ৬ জুন দুদিনের সরকারি ছুটি মিলবে। আর ৬ জুন ঈদ হলে ছুটি মিলবে মাত্র একদিন। কিন্তু ঈদের ছুটি এক দিন হলে এক কোটি ৪০ লাখ মানুষকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠানোর সক্ষমতা সড়ক, রেল ও নৌপথের নেই।

কোরবানির ঈদে সড়কের পাশে বসানো পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট থাকে। ফলে যানবাহনের গতি কমে যায়।
এতে বাড়ি ফেরার পথে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন। এ কারণে আমরা ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।

এদিকে ঈদুল আজহায় আগেই টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে অন্তর্বর্তী সরকার। গত ৭ মে জনপ্রশান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা। এবার বেসরকারি চাকরিজীবীরাও এই ছুটি ভোগ করবেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

স্বস্তিতে বাড়ি ফিরতে ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি

আপডেট সময় : ০৩:৫২:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

আসছে কোরবানির ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তবে তারা ঈদের পরের দুই দিন ছুটি কমাতে বলেছেন। আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।

ঈদুল আজহা আগামী ৭ জুন হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। সেই হিসেবে ঈদুল আজহার আগে মাত্র দুই দিন ছুটি পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ১০ দিনের টানা ছুটি দিয়েছে সরকার। এ কারণে এবারের ঈদে ঢাকা থেকে এক কোটি ১০ লাখ এবং ঢাকার আশপাশের ৩০ লাখসহ অন্তত এক কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবে।

তিনি বলেন, ৭ জুন ঈদ হলে ঈদের আগে ৫ ও ৬ জুন দুদিনের সরকারি ছুটি মিলবে। আর ৬ জুন ঈদ হলে ছুটি মিলবে মাত্র একদিন। কিন্তু ঈদের ছুটি এক দিন হলে এক কোটি ৪০ লাখ মানুষকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠানোর সক্ষমতা সড়ক, রেল ও নৌপথের নেই।

কোরবানির ঈদে সড়কের পাশে বসানো পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট থাকে। ফলে যানবাহনের গতি কমে যায়।
এতে বাড়ি ফেরার পথে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন। এ কারণে আমরা ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।

এদিকে ঈদুল আজহায় আগেই টানা ১০ দিন ছুটির ঘোষণা দিয়ছে অন্তর্বর্তী সরকার। গত ৭ মে জনপ্রশান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা। এবার বেসরকারি চাকরিজীবীরাও এই ছুটি ভোগ করবেন।