শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

‘পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সাথে যুদ্ধ ঘোষণার শামিল’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনা দাখিল করেছে- তা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বোধ-বিশ্বাস ও সভ্যতা-সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, এ প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। ইসলামের সঙ্গে যুদ্ধ করতে আসলে নিজেরাই পুড়ে অঙ্গার হয়ে যাবে।

গতকাল রোববার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা।

ইমতিয়াজ আলম বলেন, ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর শাস্তির বিধানও কুরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। ইসলামের পরিভাষায় যাকে জিনা আখ্যায়িত করা হয়েছে তা- হলো পতিতা বা বেশ্যাবৃত্তি। ইচ্ছায়-অনিচ্ছাসহ যেভাবেই হোক না কেন- তা কেবলই জিনা হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন সংস্কার কমিশনের প্রস্তাব শুধুই পশ্চিমা সংস্কৃতির লিফলেট মাত্র।যা শুধু ইসলামেই না বরং তা আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।

ইমতিয়াজ আলম সংস্কার দেওয়া প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করতে হবে।অন্যথায় দেশের মানুষ ফুঁসে ওঠলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

‘পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সাথে যুদ্ধ ঘোষণার শামিল’

আপডেট সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ণ, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনা দাখিল করেছে- তা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বোধ-বিশ্বাস ও সভ্যতা-সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, এ প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। ইসলামের সঙ্গে যুদ্ধ করতে আসলে নিজেরাই পুড়ে অঙ্গার হয়ে যাবে।

গতকাল রোববার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা।

ইমতিয়াজ আলম বলেন, ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর শাস্তির বিধানও কুরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। ইসলামের পরিভাষায় যাকে জিনা আখ্যায়িত করা হয়েছে তা- হলো পতিতা বা বেশ্যাবৃত্তি। ইচ্ছায়-অনিচ্ছাসহ যেভাবেই হোক না কেন- তা কেবলই জিনা হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন সংস্কার কমিশনের প্রস্তাব শুধুই পশ্চিমা সংস্কৃতির লিফলেট মাত্র।যা শুধু ইসলামেই না বরং তা আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।

ইমতিয়াজ আলম সংস্কার দেওয়া প্রস্তাবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করতে হবে।অন্যথায় দেশের মানুষ ফুঁসে ওঠলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ।