শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

খুবিতে মশাল মিছিল নিয়ে দেশব্যাপী চলমান ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং সামগ্রিক জননিরাপত্তাহীন অবস্থার প্রতিবাদে মশাল মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে “নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “ছিনতাই-ডাকাতি বন্ধ করো, বন্ধ করো”, জননিরাপত্তা নিশ্চিত করো”—এমন স্লোগান দেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা এক প্রতিবাদ সমাবেশ করেন, যেখানে তারা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সম্প্রতি সারাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মুন্না হোসেন বলেন , বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ী। দায় এড়ানোর প্রবনতা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষ্যনীয়। তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই, প্রশাসনের উচিত বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া ঘটনা গুলোর বিচার নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

চলমান দেশব্যাপী জননিরাপত্তাহীন পরিস্থিতির কথা উল্লেখ করে ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ”দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।”

এসময় শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

খুবিতে মশাল মিছিল নিয়ে দেশব্যাপী চলমান ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ

আপডেট সময় : ০৯:৫২:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং সামগ্রিক জননিরাপত্তাহীন অবস্থার প্রতিবাদে মশাল মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে “নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “ছিনতাই-ডাকাতি বন্ধ করো, বন্ধ করো”, জননিরাপত্তা নিশ্চিত করো”—এমন স্লোগান দেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা এক প্রতিবাদ সমাবেশ করেন, যেখানে তারা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সম্প্রতি সারাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মুন্না হোসেন বলেন , বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ী। দায় এড়ানোর প্রবনতা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষ্যনীয়। তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই, প্রশাসনের উচিত বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া ঘটনা গুলোর বিচার নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

চলমান দেশব্যাপী জননিরাপত্তাহীন পরিস্থিতির কথা উল্লেখ করে ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ”দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।”

এসময় শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে জানান তারা।