শুক্রবার | ১২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পিতার মৃত্যুতে দোয়া Logo জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নতুন কমিটি ঘোষণা Logo জাবিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহন Logo পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ Logo সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ঔষধসহ আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ Logo কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Logo চাঁদপুর ভূঁইয়ার ঘাট ডিঙ্গি মাঝি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি গঠন Logo টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার Logo দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান Logo রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি

খুবিতে মশাল মিছিল নিয়ে দেশব্যাপী চলমান ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং সামগ্রিক জননিরাপত্তাহীন অবস্থার প্রতিবাদে মশাল মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে “নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “ছিনতাই-ডাকাতি বন্ধ করো, বন্ধ করো”, জননিরাপত্তা নিশ্চিত করো”—এমন স্লোগান দেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা এক প্রতিবাদ সমাবেশ করেন, যেখানে তারা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সম্প্রতি সারাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মুন্না হোসেন বলেন , বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ী। দায় এড়ানোর প্রবনতা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষ্যনীয়। তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই, প্রশাসনের উচিত বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া ঘটনা গুলোর বিচার নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

চলমান দেশব্যাপী জননিরাপত্তাহীন পরিস্থিতির কথা উল্লেখ করে ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ”দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।”

এসময় শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পিতার মৃত্যুতে দোয়া

খুবিতে মশাল মিছিল নিয়ে দেশব্যাপী চলমান ধর্ষণ, ছিনতাই, ডাকাতির প্রতিবাদ

আপডেট সময় : ০৯:৫২:৪৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং সামগ্রিক জননিরাপত্তাহীন অবস্থার প্রতিবাদে মশাল মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে “নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “ছিনতাই-ডাকাতি বন্ধ করো, বন্ধ করো”, জননিরাপত্তা নিশ্চিত করো”—এমন স্লোগান দেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা এক প্রতিবাদ সমাবেশ করেন, যেখানে তারা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সম্প্রতি সারাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মুন্না হোসেন বলেন , বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে প্রশাসনের নীরব ভূমিকা অনেকাংশে দায়ী। দায় এড়ানোর প্রবনতা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রবলভাবে লক্ষ্যনীয়। তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে ক্রমশই অবনতি ঘটবে। সাধারণ মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব না। তাই, প্রশাসনের উচিত বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া ঘটনা গুলোর বিচার নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

চলমান দেশব্যাপী জননিরাপত্তাহীন পরিস্থিতির কথা উল্লেখ করে ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা শিমন বলেন, ”দেশব্যাপী ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুক।”

এসময় শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে জানান তারা।