শিরোনাম :
Logo জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প Logo পাকিস্তান থেকে ইরানে প্রবেশের চেষ্টা, ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার Logo অল স্টার দলে খেলবেন না মেসি-আলবা, পেতে পারেন শাস্তি Logo কচুয়ায় সফিবাদে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী Logo ২০২৫ সালে নেইমার : গোল ৪, তর্কে জড়ানো ৫ Logo কম্বোডিয়ার রকেট হামলায় ৩ জন আহত Logo সুন্দরবনের গহীনে বন বিভাগের অভিযান ৮শ কেজি চিংড়ি মাছ সহ ১ টি ট্রলার জব্দ Logo কচুয়ার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo কয়রায় তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবীতে চাঁদপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইসরায়েলে বাসে বিস্ফোরণের পর পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে বৃসন্দেহভাজন সন্ত্রাসী হামলায় তিনটি খালি বাসে বিস্ফোরণের পর এবার পশ্চিম তীরে সামরিক অভিযান চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন মিডিয়া সিএনএন বলছে- ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্রের দক্ষিণে ব্যাট ইয়াম ও হোলন শহরে গত বৃহস্পতিবার খালি গাড়িতে লাগানো বিস্ফোরক ডিভাইস পরপর বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

কর্তৃপক্ষ জানায়, ব্যাট ইয়ামের একটি ডিপোতে পার্ক করা বাসে দুটি বোমা বিস্ফোরিত হয়। আর হোলনে তৃতীয় একটি বাসে লাগানো বিস্ফোরক ডিভাইস থেকে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ব্যাট ইয়ামের ছবিতে ডিপোতে থাকা দুটি পুড়ে যাওয়া বাস এবং ঘটনাস্থলে ফরেনসিক কর্মীদের কাজ করতে দেখা গেছে।

এ দিকে চতুর্থ একটি বাসে অবিস্ফোরিত একটি বিস্ফোরক ডিভাইস পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারের পাশাপাশি দেশজুড়ে বাস ও ট্রেন চলাচল বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নেতানিয়াহুর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে এবারের নাশকতাকে ‘বাসে গণ বোমা হামলার চেষ্টা’ বলে বর্ণনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান এবং শীর্ষ নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু পশ্চিম তীরে ‘সন্ত্রাসী কেন্দ্রগুলোর বিরুদ্ধে নিবিড় অভিযান চালাতে আইডিএফকে নির্দেশ’ দিয়েছেন।

ইসরায়েলি শহরগুলোতে আরও হামলা ঠেকাতে প্রতিরোধমূলক তৎপরতা বাড়াতে পুলিশ ও ইসরায়েল নিরাপত্তা সংস্থাকে নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

সিএনএন লিখেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় চার জিম্মির দেহ হস্তান্তর করার কয়েক ঘণ্টা পর এই বাস বিস্ফোরণের ঘটনা ঘটল।

গত মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দেহগুলো হস্তান্তর করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলায় চুক্তিটি নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার ইসরায়েল অভিযোগ করেছে, কোনো জিম্মির সঙ্গে মেলে না এমন এক দেহাবশেষ দিয়ে হামাস চুক্তি লঙ্ঘন করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাপানের সঙ্গে ‘বিশাল’ বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প

ইসরায়েলে বাসে বিস্ফোরণের পর পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে বৃসন্দেহভাজন সন্ত্রাসী হামলায় তিনটি খালি বাসে বিস্ফোরণের পর এবার পশ্চিম তীরে সামরিক অভিযান চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন মিডিয়া সিএনএন বলছে- ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্রের দক্ষিণে ব্যাট ইয়াম ও হোলন শহরে গত বৃহস্পতিবার খালি গাড়িতে লাগানো বিস্ফোরক ডিভাইস পরপর বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

কর্তৃপক্ষ জানায়, ব্যাট ইয়ামের একটি ডিপোতে পার্ক করা বাসে দুটি বোমা বিস্ফোরিত হয়। আর হোলনে তৃতীয় একটি বাসে লাগানো বিস্ফোরক ডিভাইস থেকে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ব্যাট ইয়ামের ছবিতে ডিপোতে থাকা দুটি পুড়ে যাওয়া বাস এবং ঘটনাস্থলে ফরেনসিক কর্মীদের কাজ করতে দেখা গেছে।

এ দিকে চতুর্থ একটি বাসে অবিস্ফোরিত একটি বিস্ফোরক ডিভাইস পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারের পাশাপাশি দেশজুড়ে বাস ও ট্রেন চলাচল বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নেতানিয়াহুর কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে এবারের নাশকতাকে ‘বাসে গণ বোমা হামলার চেষ্টা’ বলে বর্ণনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান এবং শীর্ষ নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু পশ্চিম তীরে ‘সন্ত্রাসী কেন্দ্রগুলোর বিরুদ্ধে নিবিড় অভিযান চালাতে আইডিএফকে নির্দেশ’ দিয়েছেন।

ইসরায়েলি শহরগুলোতে আরও হামলা ঠেকাতে প্রতিরোধমূলক তৎপরতা বাড়াতে পুলিশ ও ইসরায়েল নিরাপত্তা সংস্থাকে নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

সিএনএন লিখেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় চার জিম্মির দেহ হস্তান্তর করার কয়েক ঘণ্টা পর এই বাস বিস্ফোরণের ঘটনা ঘটল।

গত মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দেহগুলো হস্তান্তর করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলায় চুক্তিটি নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার ইসরায়েল অভিযোগ করেছে, কোনো জিম্মির সঙ্গে মেলে না এমন এক দেহাবশেষ দিয়ে হামাস চুক্তি লঙ্ঘন করেছে।