সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীর ওপর ছাত্রশিবিরের হামলা ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের ভিসি চত্বর হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, বাংলাদেশে সহিংসতার রাজনীতি আর হবে না। সকলের ঐক্যমত্যের ভিত্তিতে অবিলম্বে প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়ন করতে হবে। সহিংসতার ছাত্ররাজনীতি দূর করে শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি করতে হবে। শিবির বা ছাত্রদল যদি পুনরায় সহিংসতা তৈরির চেষ্টা করে তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা প্রতিহত করবে।
এসময় সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা আগস্টে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিলাম কিন্তু আগস্টের পরে কয়েকটি ছাত্রসংগঠন বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে সন্ত্রাস কায়েম করতে চায়। আমরা তাদের কার্যক্রমকে ধিক্কার জানাই। তিনি আরো বলেন, ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি শিক্ষার্থীরা শুনতে চায় না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিবিরের কমিটি প্রকাশের আহ্বান জানিয়ে তিনি সিলেটে মারধরের ঘটনায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবি জানান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সেল সম্পাদক জাহিদ আহসান বলেন, বর্তমানে ক্যাম্পাসগুলোতে সহিংসতা করা হচ্ছে শিক্ষার্থী সংসদকে রুখে দিতে। এসময় তিনি প্রশ্ন করেন, সাত মাস পেরিয়ে গেলেও ক্যাম্পাসগুলোতে এখনো শিক্ষার্থী সংসদ নির্বাচন কেন হয়নি? যারা এই নির্বাচন প্রতিহতের চেষ্টা করছে, ছাত্ররা তাদেরকে রুখে দেবে।