শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

জাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু; প্রতি আসনে লড়ছেন ৭৩জন

জাবি প্রতিনিধি’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইউনিটের সকাল ১০ টা ২৫ মিনিটে ১ম শিফটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারের বি ইউনিটের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সমাজবিজ্ঞান অনুষদে ছাত্রদের ১৬৩টি এবং ছাত্রীদের ১৬৩টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১০ হাজার ৮৫০ জন এবং ছাত্রী ১২ হাজার ৯২৪ জন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৭৩ জন পরীক্ষার্থী। সোমবার সকাল ১০টা ২৫ থেকে ১১ টা ২৫ ও বেলা ১১ টা ৫০ থেকে দুপুর ১২ টা ৫০ পর্যন্ত এই দুই শিফটে ছাত্রী এবং বেলা ১ টা ৫০ থেকে ২ টা ৫০ পর্যন্ত একটিমাত্র শিফটে ছাত্রদের সর্বমোট তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিবারের ন্যায় এবারও অর্থনীতি, নগর ও অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এই ছয়টি বিভাগকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে ‘বি’ ইউনিটের ‘আইন ও বিচার’ বিভাগটি এইবার ‘সি’(কলা ও মানবিকী অনুষদ) ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরীক্ষার বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদ এর ডিন ড. মো. শামসুল আলম জানান, পরীক্ষা সুষ্ট, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোন বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি।

একইদিনে সকালে ‘সি১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ‘এ’,‘ই’,‘আইবিএ-জেইউ’,‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular