শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা Logo নারী শিক্ষার্থীদের কটুক্তির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন  Logo তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ Logo জাবির হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মানহানি, ছাত্রদলীয় প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ Logo স্বাস্থ্যসেবা বঞ্চিত কয়রার জনগণ, নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  Logo জবির দু’টি হলের কাজ আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর Logo সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে আমাদের নিয়োগের কাজ হচ্ছে: রাবি উপাচার্য Logo পলাশবাড়ীতে ভিডব্লিউবি তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ। Logo সাতক্ষীরায় কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদসহ গ্রেপ্তার-৩ Logo সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র কারাগারে

পপিকে নিয়ে মায়ের অভিযোগ; বললেন, বিরক্ত করছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫৭:০২ অপরাহ্ণ, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৪০ বার পড়া হয়েছে
স্বামীকে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করছেন এমন অভিযোগে দিন কয়েক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকাই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।

নায়িকার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন এ বিষয়ে নানা ধরনের অভিযোগ করেছেন।

তবে, নিজের অবস্থান স্পষ্ট করে পপি দাবি করেছেন, জমিটি তিনি নিজের উপার্জনে কিনেছেন। কিন্তু তার মা মরিয়ম বেগম এই দাবিকে একেবারে অস্বীকার করছেন।

সূত্রে জানা গেছে, খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি নিয়ে এ বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, এর মধ্যে ৫ কাঠা জমি পপি ইতোমধ্যে নিজের নামে লিখিয়ে নিয়েছেন এবং বাকি ৬ কাঠার মালিকানা পেতে তার মা, ভাই এবং বোনদের ওপর চাপ দিচ্ছেন।

পপি দাবি করেছেন, তার উপার্জনে পরিবার দীর্ঘদিন বেঁচে ছিল এবং তিনি বাবার কাছ থেকে সেই জমিটি কিনেছেন। তবে, মরিয়ম বেগমের দাবি ভিন্ন। তার মতে, পুরো জায়গাটি ছিল তার শ্বশুরের, এবং পপির বাবা সেই জমি পেয়েছেন। সেই জমির ভাগ সবার রয়েছে, যার মধ্যে পপির ভাই-বোনও আছেন, তাই পপি একা ওই জমি ভোগ করতে পারবেন না।

মরিয়ম বেগম তার অভিযোগে বলেন, আমার আরও পাঁচটি সন্তান আছে—চার মেয়ে এবং দুই ছেলে। তারা কেউ আমাকে বিরক্ত করে না, কিন্তু পপি শুধু আমাকে বিরক্ত করছে। এখন সে তার স্বামীকে নিয়ে আমাদের হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, পপি নিজের উপার্জনে জমি কিনেছে, কিন্তু আমাদের জমি সে নিজের নামে লিখে নিয়েছে। আমাদের জমির উপর বিদ্যুতের লাইন কেটে দিয়েছে।

মরিয়ম বেগম যোগ করেছেন, পপি যখন আমাদের সঙ্গে ছিল, তখন তার কোনও অনুভূতি ছিল না। এখন সে জমিটি লিখে নিয়েছে এবং বলে এটি সে কিনেছে। তবে, আমরা তখন একসাথে ছিলাম, একসঙ্গে খেতাম, আমাদেরও অর্থ খরচ হয়েছিল। সেই টাকা দিয়ে জমি কিনেছে, অথচ এখন দাবি করছে এটি তার ক্রয়কৃত সম্পত্তি।

এদিকে, পপির মা পুরো বিষয়টি সমাধানের জন্য সহায়তা চেয়েছেন। তিনি জানান, তার হাতে কোনও শক্তি বা ক্ষমতা নেই এবং তিনি চান, বিষয়টি সঠিকভাবে সমাধান হোক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির প্রথম সভা

পপিকে নিয়ে মায়ের অভিযোগ; বললেন, বিরক্ত করছে

আপডেট সময় : ০৩:৫৭:০২ অপরাহ্ণ, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫
স্বামীকে নিয়ে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করছেন এমন অভিযোগে দিন কয়েক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকাই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।

নায়িকার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন এ বিষয়ে নানা ধরনের অভিযোগ করেছেন।

তবে, নিজের অবস্থান স্পষ্ট করে পপি দাবি করেছেন, জমিটি তিনি নিজের উপার্জনে কিনেছেন। কিন্তু তার মা মরিয়ম বেগম এই দাবিকে একেবারে অস্বীকার করছেন।

সূত্রে জানা গেছে, খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি নিয়ে এ বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, এর মধ্যে ৫ কাঠা জমি পপি ইতোমধ্যে নিজের নামে লিখিয়ে নিয়েছেন এবং বাকি ৬ কাঠার মালিকানা পেতে তার মা, ভাই এবং বোনদের ওপর চাপ দিচ্ছেন।

পপি দাবি করেছেন, তার উপার্জনে পরিবার দীর্ঘদিন বেঁচে ছিল এবং তিনি বাবার কাছ থেকে সেই জমিটি কিনেছেন। তবে, মরিয়ম বেগমের দাবি ভিন্ন। তার মতে, পুরো জায়গাটি ছিল তার শ্বশুরের, এবং পপির বাবা সেই জমি পেয়েছেন। সেই জমির ভাগ সবার রয়েছে, যার মধ্যে পপির ভাই-বোনও আছেন, তাই পপি একা ওই জমি ভোগ করতে পারবেন না।

মরিয়ম বেগম তার অভিযোগে বলেন, আমার আরও পাঁচটি সন্তান আছে—চার মেয়ে এবং দুই ছেলে। তারা কেউ আমাকে বিরক্ত করে না, কিন্তু পপি শুধু আমাকে বিরক্ত করছে। এখন সে তার স্বামীকে নিয়ে আমাদের হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, পপি নিজের উপার্জনে জমি কিনেছে, কিন্তু আমাদের জমি সে নিজের নামে লিখে নিয়েছে। আমাদের জমির উপর বিদ্যুতের লাইন কেটে দিয়েছে।

মরিয়ম বেগম যোগ করেছেন, পপি যখন আমাদের সঙ্গে ছিল, তখন তার কোনও অনুভূতি ছিল না। এখন সে জমিটি লিখে নিয়েছে এবং বলে এটি সে কিনেছে। তবে, আমরা তখন একসাথে ছিলাম, একসঙ্গে খেতাম, আমাদেরও অর্থ খরচ হয়েছিল। সেই টাকা দিয়ে জমি কিনেছে, অথচ এখন দাবি করছে এটি তার ক্রয়কৃত সম্পত্তি।

এদিকে, পপির মা পুরো বিষয়টি সমাধানের জন্য সহায়তা চেয়েছেন। তিনি জানান, তার হাতে কোনও শক্তি বা ক্ষমতা নেই এবং তিনি চান, বিষয়টি সঠিকভাবে সমাধান হোক।