হামলার পর প্রথমবার জনসমক্ষে এসে কী বললেন সাইফ?

0
8

বলিউড অভিনেতা সাইফ আলি খান। দিনকয়েক আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা। হামলার পর এরই মধ্যে ছবির প্রচারে প্রথম জনসম্মুখে সাইফ। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। বাড়িতে হামলার পর অনুষ্ঠানে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত অভিনেতা।

প্রসঙ্গত, নেটফ্লিক্স চলতি বছর বেশ কয়েকটি সিনেমার ঘোষণা করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘জুয়েল থিফ’। যে সিনেমায় সাইফ ও জয়দীপ আহলাওয়াতকে প্রধান ভূমিকায় দেখা যাবে।

ছুরিকাঘাতের ঘটনার পর অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাইফ। সেখানে যোগ দেওয়ার আনন্দও সকলের সঙ্গে ভাগ করেছেন। সিনেমাটি নিয়ে তিনি ভীষণই আশাবাদী। এর কারণ, তিনি এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ দীর্ঘদিন ধরে এই সিনেমার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন। মঞ্চে উঠে একগাল হেসে সাইফ প্রথমেই বললেন, ‘এখানে দাঁড়িয়ে থাকতে পেরে আজ খুবই ভালো লাগছে।’

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি তাঁর বান্দ্রার বাড়িতে ডাকাতির সময় সাইফের উপর ছুরিকাঘাত করা হয়েছিল। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারও হয়েছে অভিনেতার। ঘটনার পাঁচ দিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন সন্দেহভাজন ওই ব্যক্তি। তাঁর বাড়িতে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।