ইসকনের বিষয়ে সরকার যাচাই বাছাই শুরু করেছে: অ্যাটর্নি জেনারেল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৭২৪ বার পড়া হয়েছে

ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন, সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৭ নভেম্বর) আদালতে ইসকনের বিষয়ে শুনানিকালে তিনি এ কথা বলেন। এদিনের শুনানিতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জেনে আগামীকালের মধ্যে ইসকনের ব্যাপারে সরকারের অবস্থান জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন ইস্যুতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে বিষয়েও নির্দেশনা দেন হাইকোর্ট।

এদিকে, চট্টগ্রামের পাহাড়তলীতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসকনের বিষয়ে সরকার যাচাই বাছাই শুরু করেছে: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন, সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৭ নভেম্বর) আদালতে ইসকনের বিষয়ে শুনানিকালে তিনি এ কথা বলেন। এদিনের শুনানিতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জেনে আগামীকালের মধ্যে ইসকনের ব্যাপারে সরকারের অবস্থান জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন ইস্যুতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে বিষয়েও নির্দেশনা দেন হাইকোর্ট।

এদিকে, চট্টগ্রামের পাহাড়তলীতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সরাইপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।