শিরোনাম :
Logo করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৬ Logo বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্মাঞ্চল প্লাবিত, বিপর্যয়ের আশঙ্কা Logo চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু Logo গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৩৮ ফিলিস্তিনি Logo ভয়াবহ দাবানলের কারণে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ Logo কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি: তদন্ত শেষ পর্যায়ে Logo ওয়েস্ট ইন্ডিজকে ২৫৩ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া Logo শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের Logo দিনাজপুরের পার্বতীপুরে মৎস্য সম্প্রসারণ বীজ উৎপাদনে সফলতা Logo শেরপুরে আমেরিকা প্রবাসী কামালের উদ্যোগে ফুটবল ক্লাব চালু; স্বপ্ন আন্তর্জাতিক পর্যায়ে খেলার

শিক্ষা উপদেষ্টা: জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে মন্ত্রণালয়ের আপত্তি নেই

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধাশীল, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সহযোগিতা করবে এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। উপদেষ্টা বলেন, কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পড়ে ছিল এবং আমি নিজ উদ্যোগে একনেক সভায় এটি অনুমোদন করিয়েছি। এটি একটি বড় মেগা প্রকল্প, যা আগে কখনো হয়নি।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেছে। বিশেষ করে ক্যাম্পাসের কাজ কেন এখনও সম্পন্ন হয়নি এবং জমি অধিগ্রহণের সমস্যা কেন এখনও সমাধান হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, প্রজেক্ট ডিরেক্টরের দুর্নীতির কারণে প্রকল্পে অগ্রগতি হয়নি। তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত করা উচিত, প্রয়োজনে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া যেতে পারে।

শিক্ষা উপদেষ্টা জানান, সেনাবাহিনীকে প্রকল্পটির কাজ বাস্তবায়নে দায়িত্ব দেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের কোনো আপত্তি না থাকলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায়, তাহলে তারা সহযোগিতা করবে। তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেনাবাহিনীকে দায়িত্ব দিতে চায়, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করানোর ব্যবস্থা করবো।’

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল (১১ নভেম্বর) সচিবালয়ে গিয়ে ক্যাম্পাস নির্মাণের জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়ে আন্দোলন করেন। তারা পাঁচটি দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে, যার মধ্যে অন্যতম ছিল সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে ক্যাম্পাস নির্মাণের কাজ হস্তান্তর এবং জমি অধিগ্রহণের দ্রুত ব্যবস্থা নেওয়া।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, প্রক্টর ড. তাজাম্মুল হক, এবং ছাত্র প্রতিনিধিরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে উপদেষ্টাকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের অনেক দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারা উপদেষ্টার কথায় আশাবাদী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ৬

শিক্ষা উপদেষ্টা: জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে মন্ত্রণালয়ের আপত্তি নেই

আপডেট সময় : ০৪:৪৯:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধাশীল, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সহযোগিতা করবে এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। উপদেষ্টা বলেন, কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পড়ে ছিল এবং আমি নিজ উদ্যোগে একনেক সভায় এটি অনুমোদন করিয়েছি। এটি একটি বড় মেগা প্রকল্প, যা আগে কখনো হয়নি।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবির কথা তুলে ধরেছে। বিশেষ করে ক্যাম্পাসের কাজ কেন এখনও সম্পন্ন হয়নি এবং জমি অধিগ্রহণের সমস্যা কেন এখনও সমাধান হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, প্রজেক্ট ডিরেক্টরের দুর্নীতির কারণে প্রকল্পে অগ্রগতি হয়নি। তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত করা উচিত, প্রয়োজনে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া যেতে পারে।

শিক্ষা উপদেষ্টা জানান, সেনাবাহিনীকে প্রকল্পটির কাজ বাস্তবায়নে দায়িত্ব দেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের কোনো আপত্তি না থাকলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায়, তাহলে তারা সহযোগিতা করবে। তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেনাবাহিনীকে দায়িত্ব দিতে চায়, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করানোর ব্যবস্থা করবো।’

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল (১১ নভেম্বর) সচিবালয়ে গিয়ে ক্যাম্পাস নির্মাণের জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়ে আন্দোলন করেন। তারা পাঁচটি দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে, যার মধ্যে অন্যতম ছিল সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে ক্যাম্পাস নির্মাণের কাজ হস্তান্তর এবং জমি অধিগ্রহণের দ্রুত ব্যবস্থা নেওয়া।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, প্রক্টর ড. তাজাম্মুল হক, এবং ছাত্র প্রতিনিধিরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে উপদেষ্টাকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের অনেক দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারা উপদেষ্টার কথায় আশাবাদী।