সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী নির্দোষ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২১:২৫ অপরাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৭২৬ বার পড়া হয়েছে

২০২০ সালের ১৪ জুন, মহামারি আতঙ্কে দিন কাটানোর মাঝেই হঠাৎই বিনোদন জগৎ থেকে এল এক দুঃসংবাদ। অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই; মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার মরদেহ!

সেই সুশান্ত’র মৃত্যুর ঘটনায় নাম জড়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একইসঙ্গে অভিযুক্ত করা হয় রিয়ার ভাই ও বাবাকেও। ভারতীয় গণমাধ্যমের খবর, বহু আইনি প্রক্রিয়া শেষে অবশেষে আদালত জানাল, রিয়া ও তার পরিবারের দুই সদস্য সুশান্তের মৃত্যুর ঘটনায় ‘নির্দোষ’। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথন রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী ও তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে নির্দোষ ঘোষণা করেছেন।

সুশান্তের মৃত্যুর পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে প্রয়াত অভিনেতার পরিবার। ঘটনায় প্রথমে এই অভিযোগ দায়ের হয়। এরপরে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী দল অর্থাৎ সিবিআই। সিবিআই-এর পক্ষ থেকেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ থেকেই এবার রেহাই পেলেন অভিনেত্রী।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। এই ঘটনা যেমন বলিউডের কাছে বড় ধাক্কা, তেমন তার মৃত্যু নিয়ে হয় জলঘোলাও। প্রথমেই আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। কারণ, বান্দ্রার সেই ফ্ল্যাটে লিভ ইনে ছিলেন সুশান্ত ও রিয়া। মৃত্যুর কিছু দিন আগ নাকি তাদের বিচ্ছেদ হয়েছিল বলেও খবর রটেছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী নির্দোষ

আপডেট সময় : ১২:২১:২৫ অপরাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

২০২০ সালের ১৪ জুন, মহামারি আতঙ্কে দিন কাটানোর মাঝেই হঠাৎই বিনোদন জগৎ থেকে এল এক দুঃসংবাদ। অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই; মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার মরদেহ!

সেই সুশান্ত’র মৃত্যুর ঘটনায় নাম জড়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একইসঙ্গে অভিযুক্ত করা হয় রিয়ার ভাই ও বাবাকেও। ভারতীয় গণমাধ্যমের খবর, বহু আইনি প্রক্রিয়া শেষে অবশেষে আদালত জানাল, রিয়া ও তার পরিবারের দুই সদস্য সুশান্তের মৃত্যুর ঘটনায় ‘নির্দোষ’। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথন রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী ও তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে নির্দোষ ঘোষণা করেছেন।

সুশান্তের মৃত্যুর পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে প্রয়াত অভিনেতার পরিবার। ঘটনায় প্রথমে এই অভিযোগ দায়ের হয়। এরপরে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী দল অর্থাৎ সিবিআই। সিবিআই-এর পক্ষ থেকেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ থেকেই এবার রেহাই পেলেন অভিনেত্রী।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। এই ঘটনা যেমন বলিউডের কাছে বড় ধাক্কা, তেমন তার মৃত্যু নিয়ে হয় জলঘোলাও। প্রথমেই আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। কারণ, বান্দ্রার সেই ফ্ল্যাটে লিভ ইনে ছিলেন সুশান্ত ও রিয়া। মৃত্যুর কিছু দিন আগ নাকি তাদের বিচ্ছেদ হয়েছিল বলেও খবর রটেছিল।