নিজস্ব প্রতিবেদক:মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন মাহমুদুল কবির নয়ন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম।
উক্ত মানববন্ধনে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাদেশের সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন শেষে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দাখিল করেন।
দাবির সমূহ নিম্নরূপঃ-
(১) সকল সাংবাদিকদের সত্য প্রকাশে স্বাধীনতা দিতে হবে।
(২) আইনশৃঙ্খলা বাহিনীকে সাংবাদিকদের নিরাপত্তা ও সহোযোগিতা নিশ্চিত করতে হবে।
(৩) প্রকাশিত সংবাদের সঠিক তদন্ত করে তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
(৪) রাজনৈতিক ভাবে কোন সংবাদ প্রকাশে বাধা দেয়া বা সুপারিশ করা বন্ধ করতে হবে।
(৫) দেশের সকল সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের কাজে বাধা দেয়া যাবে না,সেই মর্মে নোটিশ করতে হবে।
(৬) ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
(৭) একজন সাংবাদিককে গ্রেপ্তার করার আগে তদন্ত সাপেক্ষে প্রমান পেশ করে গ্রেপ্তার করতে হবে এবং সন্দেহজনক ভাবে কোন সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না।
(৮) নিহত সাংবাদিকদের পরিবারকে ভাতা প্রদান সহ আহত সাংবাদিকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।
(৯) সকল হলুদ মিডিয়াকে আইনের আওতায় আনতে হবে ও মূলধারার সাংবাদিকদের সকল সহোযোগিতা সহ সম্মান প্রদর্শন করতে হবে।
(১০) দালাল বা দলীয় কোন হলুদ সাংবাদিকরা যেন সাধারণ জনগণ বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজির কোন সুযোগ না পায় তা সরকারি ভাবে নিশ্চিত করতে হবে।
(১১) যেসকল সাংবাদিক গ্রেপ্তার আছে অতিদ্রুত তাদের জামিন দিতে হবে।
(১২) সাবেক সরকার থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে যেসকল মামলা হয়েছে অতিদ্রুত তদন্ত সাপেক্ষে মামলা নিষ্পত্তি করতে হবে।
(১৩) অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সকল সাংবাদিকদের এক চোখে দেখতে হবে।
(১৪) বার্তা বিভাগ কর্তৃক যেকোনো সংবাদ প্রকাশে তার সত্যতা নিশ্চিত করতে হবে।