শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

ছাত্র আন্দোলনে বাধা দেয়া চাঁবিপ্রবির ভিসির পদত্যাগ চায় শিক্ষার্থীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩১:১৫ অপরাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতারের পদত্যাগের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) উপাচার্যের পদত্যাগ দাবি করে তারা একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার শিক্ষার্থীদের নূন্যতম সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন হওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাই।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি তিনি করেননি। বরং শিক্ষার্থীদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন কার্যক্রম পিছিয়ে দিয়েছেন। তাই আমরা সকল চাঁবিপ্রবির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এই ব্যার্থ ভিসিকে আর দায়িত্বে দেখতে চাই না। অনতিবিলম্বে আমরা তার পদত্যাগ চাই। এছাড়া চাঁদপুরে শিক্ষার্থীদের আন্দোলনে বাঁধা দেয়ারও অভিযোগ উঠেছে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শান্তি সমাবেশের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে চলাকালীন ভিসি নাসিম আখতার বলপ্রয়োগের মাধ্যমে ছাত্রদেরকে সমাবেশ থেকে হটিয়ে দেয়ার চেষ্টা করেন। তিনি শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এখানে কোনো আন্দোলন চলবে না। আন্দোলন করতে চাইলে ঢাকায় যাও।’

এরপর থেকে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ জানাতে থাকেন। ইতিমধ্যে শিক্ষার্থীরা ফেসবুকে #stepdownnasimakhter হ্যাশট্যাগ ব্যবহার করে ভিসির পদত্যাগ দাবি করে ফেসবুকে পোস্ট করছেন। এ বিষয়ে জানতে তাকে ফোন দিলে তিনি কথা বলতে রাজি হননি এবং সংযোগ কেটে দেন। পরে তাকে একাধিকবার ফোন দিলেও তাকে ব্যস্ত পাওয়া যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

ছাত্র আন্দোলনে বাধা দেয়া চাঁবিপ্রবির ভিসির পদত্যাগ চায় শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:৩১:১৫ অপরাহ্ণ, শনিবার, ১০ আগস্ট ২০২৪

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতারের পদত্যাগের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) উপাচার্যের পদত্যাগ দাবি করে তারা একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার শিক্ষার্থীদের নূন্যতম সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন হওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাই।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি তিনি করেননি। বরং শিক্ষার্থীদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন কার্যক্রম পিছিয়ে দিয়েছেন। তাই আমরা সকল চাঁবিপ্রবির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এই ব্যার্থ ভিসিকে আর দায়িত্বে দেখতে চাই না। অনতিবিলম্বে আমরা তার পদত্যাগ চাই। এছাড়া চাঁদপুরে শিক্ষার্থীদের আন্দোলনে বাঁধা দেয়ারও অভিযোগ উঠেছে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শান্তি সমাবেশের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে চলাকালীন ভিসি নাসিম আখতার বলপ্রয়োগের মাধ্যমে ছাত্রদেরকে সমাবেশ থেকে হটিয়ে দেয়ার চেষ্টা করেন। তিনি শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এখানে কোনো আন্দোলন চলবে না। আন্দোলন করতে চাইলে ঢাকায় যাও।’

এরপর থেকে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ জানাতে থাকেন। ইতিমধ্যে শিক্ষার্থীরা ফেসবুকে #stepdownnasimakhter হ্যাশট্যাগ ব্যবহার করে ভিসির পদত্যাগ দাবি করে ফেসবুকে পোস্ট করছেন। এ বিষয়ে জানতে তাকে ফোন দিলে তিনি কথা বলতে রাজি হননি এবং সংযোগ কেটে দেন। পরে তাকে একাধিকবার ফোন দিলেও তাকে ব্যস্ত পাওয়া যায়।