মোদির গহনায় সেজেছিলেন অস্কারের লাস্যময়ীরা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার। এই পুরস্কারের রেড কার্পেট মানেই শুধু গ্ল্যামারের ছড়াছড়ি। অভিনেতা-অভিনেত্রীদের একটাই উদ্দেশ্য অস্কারের রেড কার্পেটে ‘বেস্ট ড্রেসড’ দের তালিকায় আসতে হবে। সেরকমই এবারের অস্কার জুড়েও ছিল চাঁদের হাট।

কলকাতা টোয়েন্টিফোরের খবর, অস্কারে উপস্থিত শিল্পীদের গলায় যে হীরার নেকলেসগুলো ঝকমক করছিল সেগুলো তৈরি এক ভারতীয়ের হাতে। নিরভ মোদি নামে এক জুয়েলারি ডিজাইনারের নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিষয়টি সামনে আসে বলে খবরে জানানো হয়।

হিডেন ফিগার’ ছবির অপভিনেত্রী টারাজি পি হেনসনেকে গাউনের সঙ্গে একটি হীরার নেকলেস পরায় অনবদ্য দেখতে লাগছিল। আর তাঁর হাতে ছিল সবুজ পাথরের একটি এমারেল্ড রিং। এইগুলি নিরভ মোদির ডিজাইনেই তৈরি। সেরকমই স্টেলা ম্যাক্সওয়েলের কানে হীরার দুল, কার্লি ক্লসের মুঘল চোকার নেকলেসও অস্কারের অনুষ্ঠানে নজর কেড়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

মোদির গহনায় সেজেছিলেন অস্কারের লাস্যময়ীরা !

আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার। এই পুরস্কারের রেড কার্পেট মানেই শুধু গ্ল্যামারের ছড়াছড়ি। অভিনেতা-অভিনেত্রীদের একটাই উদ্দেশ্য অস্কারের রেড কার্পেটে ‘বেস্ট ড্রেসড’ দের তালিকায় আসতে হবে। সেরকমই এবারের অস্কার জুড়েও ছিল চাঁদের হাট।

কলকাতা টোয়েন্টিফোরের খবর, অস্কারে উপস্থিত শিল্পীদের গলায় যে হীরার নেকলেসগুলো ঝকমক করছিল সেগুলো তৈরি এক ভারতীয়ের হাতে। নিরভ মোদি নামে এক জুয়েলারি ডিজাইনারের নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিষয়টি সামনে আসে বলে খবরে জানানো হয়।

হিডেন ফিগার’ ছবির অপভিনেত্রী টারাজি পি হেনসনেকে গাউনের সঙ্গে একটি হীরার নেকলেস পরায় অনবদ্য দেখতে লাগছিল। আর তাঁর হাতে ছিল সবুজ পাথরের একটি এমারেল্ড রিং। এইগুলি নিরভ মোদির ডিজাইনেই তৈরি। সেরকমই স্টেলা ম্যাক্সওয়েলের কানে হীরার দুল, কার্লি ক্লসের মুঘল চোকার নেকলেসও অস্কারের অনুষ্ঠানে নজর কেড়েছে।