চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাল্যবিবাহে পাঁচ হাজার টাকা জরিমানা

0
11

নিউজ ডেস্ক:
আলমডাঙ্গায় বাল্যবিবাহ অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে পৌর এলাকার থানা পাড়ায় এ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার থানা পাড়ার চা বিক্রেতা বাবুর স্কুলপড়ুয়া মেয়ের সাথে মাগুরা জেলার শান্তিনগর গ্রামের রেজাউল আলমের ছেলে সিরাজুল ইসলামের সাথে বিবাহের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবির, থানার এসআই আব্দুর রহিম উপস্থিত হয়। এ সময় ছেলের বয়স কম হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেন।