স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বকেয়া বেতন ভাতার দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সোমবার সকালে কারখানা প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে। পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকাণ্ডখুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা রাস্তায় শুয়ে বসে দাবি আদায়ে বিভিনন্ন শ্লোগান দিতে থাকে। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশের তীব্র যানজটের সুষ্টি হয়। এসময় সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, গত চার মাস কারখানার প্রায় সাড়ে ৮’শ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছে না। এতে মানবেতর জীবন যাপন করছে তারা। সমাবেশ থেকে দ্রুত টাকা পরিশোধের দাবী জানানো হয়।