নিউজ ডেস্ক:নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের গণকবর, এরপর মেহেরপুর জেলা পরিষদ চত্বর এবং মেহেরপুর কলেজ মোড়ের শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনি পৃথক পৃথকভাবে তিনটি স্থানে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, মুক্তিযোদ্ধা অব. ক্যাপ্টেন আব্দুল মালেকসহ মেহেরপুরের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। পরে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, আওয়ামী লীগের নেতা শহীদ সাদেক হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, হায়দার আলী প্রমুখ। এদিকে, মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে এর আগে এ দিন সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে র্যালিটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ সড়ক হয়ে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে বর্ণাঢ্য র্যালিটি শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।